রবিবার, ৮ মার্চ ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » ৬ দেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকতে হবে
৬ দেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকতে হবে
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী নতুন ভাইরাস করোনা প্রতিরোধে চীন, ইতালি, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইরান ও থাইল্যান্ড- এই ছয়টি দেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানানো হয়েছে।রোববার রাতে মোবাইল ফোনে যুগান্তরকে বিষয়টি জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ।
শাহারিয়ার সাজ্জাদ বলেন, ওই ছয়টি দেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে থার্মাল স্ক্যানারে পরীক্ষা করা হচ্ছে। যদি করোনার লক্ষণ পাওয়া যায় তাহলে তাদের আইসোলেশনে অথবা কোয়ারেন্টাইনে রাখা হবে। আর যদি এমন কোনো লক্ষণ ধরা না পড়ে, তাহলে আমরা অনুরোধ জানাব- যাত্রীরা যেন হোম কোয়ারেন্টাইন অথবা সেলফ কোয়ারেন্টাইনে ১৪ দিন থাকেন।
তিনি বলেন, যেহেতু বিশ্বজুড়ে করোনাভাইরাসের একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে- আমরা তো নির্দেশ দিতে পারি না। তবে আমাদের অনুরোধ, যাত্রীরা যেন কোয়ারেন্টাইনে ১৪ দিন থাকেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আমরা যাত্রীরা অবতরণের পর তাদের ‘হেলথ ডিক্লারেশন’ ফরম দিচ্ছি, এই ফরমে যাত্রীদের শারীরিক বিষয়সহ বিভিন্ন তথ্য দিতে হবে। তাদের স্বাস্থ্য তথ্য কার্ডও দিচ্ছি। পরবর্তীকালে তারা প্রয়োজন মনে হলে কার্ডে দেয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করে যে কোনো সহযোগিতা নিতে পারবেন।
এ দিকে রোববার আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ৩ জন শনাক্ত হয়েছেন। এদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী রয়েছেন। আক্রান্তদের মধ্যে দু’জন সম্প্রতি ইতালি থেকে দেশে ফিরেছেন বলে জানান তিনি।