
শনিবার, ৭ মার্চ ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » করোনা মোকাবেলায় ৮৩০ কোটি ডলারের বিলে ট্রাম্পের স্বাক্ষর
করোনা মোকাবেলায় ৮৩০ কোটি ডলারের বিলে ট্রাম্পের স্বাক্ষর
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মোকাবেলায় ৮৩০ কোটি মার্কিন ডলারের একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসে ৮.৩ বিলিয়ন ডলার বরাদ্ধের একটি বিল বৃহস্পতিবারই পাস হয়েছে। শুক্রবার তাতে স্বাক্ষর করেন ট্রাম্প।বরাদ্দকৃত অর্থের মধ্যে ৩ বিলিয়ন ডলার খরচ করা হবে করোনাভাইরাস নিরাময়ের উপায় নিয়ে গবেষণা, ভ্যাকসিন, টেস্ট কিট ও চিকিৎসার ক্ষেত্রে এবং ২.২ বিলিয়ন নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা, ভাইরাস মোকাবেলায় প্রস্তুতি এবং সাড়াদান কার্যক্রমে। ১.২৫ বিলিয়ন ডলার খরচ করা হবে আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতায়।
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা মোকাবিলায় ৮৩০ কোটি মার্কিন ডলার যথেষ্ট বলে বিবেচনা করা হচ্ছে। শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় ২০০-র বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১২ জনের।
করোনাভাইরাসের কারণে ইতিমধ্যে মার্কিন শেয়ারবাজারে ধস নেমেছে। জরুরি অবস্থা জারি হয়েছে ক্যালিফোর্নিয়া-ফ্লোরিডায়। অধিকাংশ প্রদেশেই ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।