
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » দুটি কারণে আমাকে জার্মান দূতাবাসে আমন্ত্রণ করা হয়: নুর
দুটি কারণে আমাকে জার্মান দূতাবাসে আমন্ত্রণ করা হয়: নুর
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফাহরেনহল্টজের সঙ্গে বুধবার সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। টুইটারে জার্মান রাষ্ট্রদূতের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এসময় নুরকে ‘সাহসী যুবক’ বলেও মন্তব্য করেন জার্মান রাষ্ট্রদূত।সাক্ষাতের বিষয়ে নুর গণমাধ্যমকে জানান, ২৮ বছর পর ডাকসু নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি এবং বাংলাদেশের দুটি আন্দোলনে (কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন) নেতৃত্ব দেয়ার কারণে আমাকে জার্মান দূতাবাসে আমন্ত্রণ করা হয়েছে।
সাক্ষাতে সেখানে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ কীভাবে ফিরিয়ে আনা যায় এবং বাংলাদেশকে কীভাবে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে তারুণ্যের ভাবনা ও ভূমিকা নিয়ে কথা বলা হয়েছে জানান নুর।