বুধবার, ৪ মার্চ ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরানকে করোনাভাইরাসের সহায়তা দেয়ার প্রস্তাব ওয়াশিংটনের
ইরানকে করোনাভাইরাসের সহায়তা দেয়ার প্রস্তাব ওয়াশিংটনের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি মোকাবেলায় জন্য আমেরিকার সহায়তা দেয়ার প্রস্তাবকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তিনি বলেন, তার দেশকে যদি ওয়াশিংটন সত্যিকারভাবেই এ ক্ষেত্রে সহায়তা দেয়ার ইচ্ছা পোষণ করে থাকে তাহলে তার উচিত প্রথমেই তেহরানের চিকিৎসা সামগ্রী আমদানির ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া।
আজ বুধবার রাজধানী তেহরানের একটি সরকারি বৈঠকে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, আমার দেশের জনগণ ভালো করেই জানে যে ওয়াশিংটন মিথ্যা বলছে এবং এ ক্ষেত্রে তারা মোটেও সত্য বলছে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত (শনিবার) বলেন, করোনাভাইরাস সমস্যা মোকাবেলায় ইরানকে তার দেশ সহযোগিতা দিতে প্রস্তুত আছে। তিনি বলেন, এই জন্যে তেহরানের পক্ষ থেকে তা চাইতে হবে। ইরানি নাগরিকদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পরপরই তেহরানকে এ বিষয়ে সহযোগিতা দেয়ার প্রস্তাব দেন তিনি।
মার্কিন প্রশাসনের প্রতি ইঙ্গিত করে রুহানি বলেন, যে দেশটি গত দু্ই বছর ধরে ইরানি জাতির খাদ্য এবং চিকিৎসা সামগ্রীর ওপর ‘বিদ্বেষী’ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এখন তারা ‘সহানুভূতির মুখোশ’ পরে দাবি করছে তারা ইরানি জাতিকে সহযোগিতা দিতে প্রস্তুত।
রুহানি বলেন, ওয়াশিংটন যদি সত্য বলে থাকে তাহলে তার উচিত প্রথমেই অন্তত ইরানে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া। এরপর ক্ষমা চেয়ে বলা যে আমরা এতোদিন ইরানি জাতির প্রতি ভুল নীতি গ্রহণ করেছি।