সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না- ঢাকা বিশ্ববিদ্যালয়
সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না- ঢাকা বিশ্ববিদ্যালয়
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: বুয়েটের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ইউজিসির অধীনে সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগের নিয়মেই শিক্ষার্থীদের ভর্তির জন্য বাছাই করবে দেশের শীর্ষ এই শিক্ষাপ্রতিষ্ঠানটি।সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রটি জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্বাতন্ত্র্য রয়েছে, যা অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে আলাদা। শতবর্ষের দ্বারপ্রান্তে থাকা বিশ্ববিদ্যালয়ের মেজাজও অন্য বিশ্ববিদ্যালয়গূলোর মত নয়। স্বাতন্ত্র্য রক্ষার স্বার্থেই ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বিত পরীক্ষায় যেতে পারে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ, অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন একাডেমিক কাউন্সিলের সদস্য। শিক্ষা সংক্রান্ত বিষয়ে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তই চূড়ান্ত।