বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » যেকোন সন্ত্রাসী হামলার থেকেও ভয়ানক করোনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
যেকোন সন্ত্রাসী হামলার থেকেও ভয়ানক করোনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ রূপ নিয়েছে চীনের করোনাভাইরাস। এরইমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। প্রাণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি দেশেও।এদিকে, করোনাভাইরাসই এখন গোটা পৃথিবীর কাছে এক নম্বর ‘পাবলিক এনিমি’ বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)র শীর্ষকর্তা টেডরস অ্যাডহ্যানম। তিনি বলেছেন, যে কোনও সন্ত্রাসবাদী হামলার থেকেও অনেক বেশি বিপর্যয়ের সৃষ্টি করতে পারে করোনাভাইরাস। বিশেষ করে দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার ৩০টি দেশকে আলাদা ভাবে সতর্ক করেছেন তিনি। এই ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে কোনও ভৌগলিক অবস্থানের প্রয়োজন পড়ে না বলে জানিয়েছেন অ্যাডহ্যানম।
করোনাভাইরাসের প্রথম ভ্যাকসিন প্রস্তুত হতে আরও অন্তত ১৮ মাস সময় লাগবে। তার আগে পর্যন্ত যথেষ্ট সতর্কতা অবলম্বন না করলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাবে বলে জানিয়েছেন WHO-র শীর্ষ কর্মকর্তা।