ঈগলসের সঙ্গে মঞ্চ মাতালেন বলিউডের উর্বশী
বিবিসি২৪নিউজ,ডেস্ক: প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করলো বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে গতকাল রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে হয়ে গেল টুর্নামেন্টের লোগো উন্মোচন। এর সঙ্গে শুরু হলো ২৫ দেশের প্রতিযোগীর অংশগ্রহণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্ট্যান্ট সাইক্লিং। অনুষ্ঠানে অতিথি হয়ে লোগো উন্মোচন করেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।বর্ণাঢ্য এই অনুষ্ঠানে ঈগলস্ ডান্স কোম্পানীর কোরিওগ্রাফিতে চোখ ধাঁধানো পারফর্মেন্স করেন বলিউডের এই তারকা। অনুষ্ঠানে পারফরমেন্সের পাশাপাশি র্যাম্প মডেল হিসেবে হাঁটতেও দেখা যায় তাকে। এছাড়াও বাংলাদেশী লাক্স তারকা সামিয়া অথৈ ও মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত নিহাফ তাদের পারফর্মেন্স দিয়ে দর্শকদের মন রাঙ্গিয়ে তোলেন।
বলিউড এই অভিনেত্রী তার স্বাগত বক্তব্যে শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।উক্ত অনুষ্ঠানে লোগো উন্মোচন করার সময় আরো হাজির ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া আরো উপস্থিত ছিলেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদসহ অনেকে।