মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাণিজ্যিক স্বার্থে: ক্রেমলিন
রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাণিজ্যিক স্বার্থে: ক্রেমলিন
বিবিসি২৪নিউজ,আন্তজার্তিক ডেস্ক: আমেরিকা রাশিয়ার ওপর এমন সময় বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করছে যখন আন্তর্জাতিক আইন অনুযায়ী অন্য দেশের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ সম্পূর্ণ অবৈধ। নিজের বাণিজ্যিক স্বার্থসিদ্ধির লক্ষ্যে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে অভিযোগ করেছে মস্কো।রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ- ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
তিনি বলেন, আমেরিকা নিজের বাণিজ্যিক স্বার্থ উদ্ধারের লক্ষ্যে দিন দিন অবৈধ নিষেধাজ্ঞা আরোপের মাত্রা বাড়িয়ে দিচ্ছে এবং এর ফলে ক্ষতির পরিমাণও বেড়ে যাচ্ছে। ল্যাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলার প্রতি সমর্থন জানানোর জন্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানান পেসকভ।
ভেনিজুয়েলার সঙ্গে সামরিক সহযোগিতা বজায় রাখার অভিযোগে মস্কোর ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শুরু থেকেই প্রত্যাখ্যান করে এসেছেন রাশিয়ার কর্মকর্তারা। তারা বলছেন, এ ধরনের অবৈধ নিষেধাজ্ঞা দিয়ে কারাকাসের সঙ্গে মস্কোর সহযোগিতায় বিঘ্ন সৃষ্টি করা যাবে না।
ভেনিজুয়েলার মার্কিন বিরোধী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দীর্ঘদিন ধরে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে আমেরিকা। কিন্তু এ কাজে ব্যর্থ হয়ে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। মার্কিন সরকার অভিযোগ করছে, রাশিয়ার সমর্থন নিয়েই টিকে রয়েছেন প্রেসিডেন্ট মাদুরো। এ কারণে ওয়াশিংটন এ সমর্থন ও সহযোগিতা প্রত্যাহার করার জন্য মস্কোর প্রতি বহুবার আহ্বান জানিয়েছে।