রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » করোনাভাইরাস : বিশ্বের সর্ববৃহৎ গাড়ির কারখানা বন্ধ ঘোষণা
করোনাভাইরাস : বিশ্বের সর্ববৃহৎ গাড়ির কারখানা বন্ধ ঘোষণা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বজুড়ে সৃষ্টি করেছে ত্রাস। চীনে এই ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭২২ জনের। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে গেছে ৩৪ হাজারে। এদিকে, করোনাভাইরাসের কারণে চীন থেকে যন্ত্রাংশ না আসায় দক্ষিণ কোরিয়ার উলসানে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ গাড়ির কারখানা বন্ধ করে দিয়েছে হুন্দাই। হুন্দাইয়ের গাড়ি কারখানা বন্ধ হওয়ার প্রভাব সারা বিশ্বে পড়বে বলে দাবি করছেন বিশ্লেষকরা।জানা যায়, দক্ষিণ কোরিয়ার উলসানে বন্ধ করে দেয়া গাড়ির কারখানা থেকে বছরে প্রায় ১৪ লাখ গাড়ি তৈরি করা হয়। এদিকে, চীনে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা। দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, দেশজুড়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৫৪৬ জন। এর মধ্যে হুবেই প্রদেশেই ২৫ হাজার আক্রান্ত রয়েছে। চীন সরকার বলছে, এখনও ভাইরাসটির কোনো প্রতিষেধক তৈরি সম্ভব হয়নি। তবে ভাইরাস আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।
উল্লেখ্য, ইতোমধ্যে চীনের বাইরে ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।