বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » করোনাভাইরাস প্রতিরোধে মার্কিন ওষুধ ব্যবহার শুরু করছে- চীন
করোনাভাইরাস প্রতিরোধে মার্কিন ওষুধ ব্যবহার শুরু করছে- চীন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস সারাতে যুক্তরাষ্ট্রের তৈরি রিমডিসিভির (Remdesivir) ড্রাগকে অনুমোদন করেছে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় স্বাস্থ্য কমিশন ও জাতীয় মেডিকেল পণ্য সংস্থা। আজ বৃহস্পতিবার থেকে এ পরীক্ষা চালানোর জন্য ৭৬১ জনকে ভর্তি করা হয়েছে। উহানের জিনবিতানসহ বেশ কয়েকটি হাসপাতালে ভর্তি রোগীদের শরীরে ওষুধটি প্রয়োগ করা হবে।গিলিড সায়েন্সেস নামের (Gilead Sciences) একটি মার্কিন ফার্মাসিউটিকাল কোম্পানি ওষুধটি তৈরি করেছে। সার্স ও মার্স ভাইরাস প্রতিরোধে এ ওষুধ থেকে কার্যকর ফল পাওয়া গেছে। কোষ ও জীবজন্তুর ওপর চালানো এ ওষুধটির পরীক্ষা চালানো হয়েছে। ইবোলা প্রতিরোধেও এটি ব্যবহৃত হয়েছে।
গতকাল বুধবার দিনের শেষ সময় পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৬৩ জনের। আক্রান্ত হয়েছে ২৮ হাজার ১৮ জন। করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১১৫৩ জন। সূত্র: সিনহুয়া