বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | জেলার খবর » দিনাজপুরে শিশু হত্যার দায়ে ৫ জনের ফাঁসির রায়
দিনাজপুরে শিশু হত্যার দায়ে ৫ জনের ফাঁসির রায়
বিবিসি২৪নিউজ,দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরে মুক্তিপণের জন্য অপহরণের পর শিশু হত্যার দায়ে পাঁচজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।দিনাজপুরের জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন আহমেদ বুধবার বিকালে পাঁচ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জেলার ঘোড়াঘাট উপজেলার কাদিরনগর গ্রামের জিল্লুর রহমান, তার ভাই জুয়েল ইসলাম, একই গ্রামের মামুনুর রশিদ মামুন, ফিরোজ কবির ও বুলেট মিয়া। তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় ছিলেন।
ওই আদালতের এপিপি মেহবুব হাসান লিটন চৌধুরী মামলার নথির বরাতে বলেন, ২০১৫ সালের ১১ নভেম্বর পরশ শাহা নামে চার বছরের এক শিশুকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়। পরে তারা শিশুটিকে হত্যা করে। অপহরণের পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে।
পরশ ঘোড়াঘাট উপজেলার কাদিরনগর গ্রামের কেশব শাহার ছেলে। হত্যার ঘটনায় কেশব শাহা ঘোড়াঘাট থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ পাঁজনের বিরুদ্ধের আদালতে অভিযোগপত্র দেয়।
এপিপি মেহবুব বলেন, সাক্ষ-প্রমাণ শেষে আদালত সব আসামিকে দোষী সাব্যস্ত করে ফাঁসির রায় দিয়েছে।