নিরাপদে ইসলামাবাদে টাইগাররা
বিবিসি২৪নিউজ, ডেস্ক: দ্বিতীয় দফায় টেস্ট খেলতে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। কাতার এয়ারওয়েজে কাতারের দোহা হয়ে বুধবার সকালে ইসলামাবাদে পৌঁছান তারা। এই সফরে দুই ম্যাচ সিরিজের একটি টেস্ট খেলবে মুমিনুল হকের দল। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে টেস্টটি।পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিশিয়াল টুইটার পেজ থেকে টুইট করে বলা হয়েছে, নিরাপদেই রাওয়ালপিন্ডি পৌঁছেছে টাইগাররা।
টি-টোয়েন্টি খেলতে ভাড়া করা বিমানে সরাসরি পাকিস্তানে গিয়েছিল বলে তখন খুব একটা সময় লাগেনি টাইগারদের। তবে এবার প্রথম টেস্ট খেলতে পাকিস্তান যাওয়ার জন্য মুমিনুল হকরা ধরেছেন কাতার এয়ারওয়েজের নিয়মিত একটি ফ্লাইট। মঙ্গলবার সন্ধ্যায় রওনা দিয়ে কাতার এয়ারওয়েজের সে ফ্লাইট দোহা হয়ে আজ সকালে পৌঁছেছে ইসলামবাদ। দীর্ঘ যাত্রার ধকল কাঁটিয়ে আজ আর অনুশীলন করবে না বাংলাদেশ। তবে বৃহস্পতিবার হবে পুরোদমে অনুশীলন।
এদিকে, পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামীকাল দুপুরে দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভির নিমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেবে বাংলাদেশ দল।