শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

BBC24 News
সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » সিম ‘সঙ্কটের মুখে’ গ্রামীণফোন
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » সিম ‘সঙ্কটের মুখে’ গ্রামীণফোন
৭৬১ বার পঠিত
সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিম ‘সঙ্কটের মুখে’ গ্রামীণফোন

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:অচল বা ব্লকড সিম বিক্রির অনুমতি না পেলে আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে গ্রামীণফোনের সিম সঙ্কট দেখা দেবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান।সোমবার জিপি হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার এ আশঙ্কার কথা জানান বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের (জিপি) নির্বাহী প্রধান।

ইয়াসির আজমান বলেন, “বড় সমস্যা হচ্ছে আমরা কোনো নম্বর সিরিজ পাচ্ছি না যে রিসাইকেলিং করা যায়, সে নম্বর আমাদের হাতে নেই এখন। আগামী এক সপ্তাহ পরে একটি সিচুয়েশন আসবে, আমরা নম্বর দিতে পারব না।গ্রাহক সংখ্যার দিক থেকে দেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোন ০১৭ সিরিজের প্রায় ১০ কোটি নম্বর শেষ হয়ে আসছে জানিয়ে ২০১৫ সালে নতুন সিরিজের আবেদন করার পর নতুন সিরিজ দেওয়া হয়েছিল।

২০১৮ সালের সেপ্টেম্বরে গ্রামীণফোনের জন্য বরাদ্দ ০১৩ সিরিজে ০১৩০ দিয়ে এক কোটি এবং ০১৩১ দিয়ে এক কোটি অর্থাৎ দুই কোটি সিম বিক্রির অনুমোদন দেওয়া হয়। সব মিলিয়ে গ্রামীণফোনের সক্রিয় গ্রাহক এখন ৭ কোটি ৬৪ লাখ।

ইয়াসির বলেন, “আমরা এই মুহুর্তে খুব ভীত যে পেঁয়াজের মতো আরেকটি সিচুয়েশন হবে, এটি আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে যদি নম্বর দিতে না পারি। মার্কেটে সিমের প্রাইস অনেক বেড়ে যাবে, এটি একটি বড় চ্যালেঞ্জ।এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমাদের কাছে দুইভাবে সিম আসে, নতুন নম্বর সিরিজ আসে এবং আরেকটি হল এক্সিস্টিং নম্বর সিরিজ চাঙ্ক হয়ে যায় একটি সার্টেন পিরিয়ডের পর, রেগুলেটরের (বিটিআরসি) নিয়ম অনুযায়ী রিসাইকেলিং করার পারমিশন আমরা পাই।

“এই রিসাইকেলিং করার অনুমোদনটা রেগুলেটরের কাছ থেকে পাচ্ছি না। এ কারণে আমাদের ৩ মিলিয়ন এক্সিস্টিং রিসাইকেলিং করা সিম আটকে গেছে। আমাদের হাতে যে নম্বরগুলো আছে সেই নম্বর দিয়ে আগামী এক থেকে দুই সপ্তাহের বেশি মার্কেটের ডিমান্ড কভার করা যাবে না।”

গ্রামীণফোনের প্রতিদিন কমপক্ষে ৫০ হাজার নম্বর দরকার হয় বলে দাবি করেন কোম্পানির সিইও।

তিনি বলেন, “এটি (অনুমতি) না হলে সমস্যা হবে। তবে কারও সিম হারিয়ে গেলে সেটি উত্তোলনে সমস্যা হবে না।বিটিআরসি সিদ্ধান্ত অনুযায়ী, অপারেটরদের কোনো সিম ১৫ মাস অচল থাকলে তা আবার নতুন করে বিক্রি করা যাবে। অপারেটরগুলো এ ধরনের সিম চিহ্নিত করার পর বিটিআরসির কাছ থেকে অনুমোদন নিয়ে বিক্রি করে থাকে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ইয়াসির আজমান বলেন, দেশজুড়ে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে সহায়তা করার পরিকল্পনা নিয়েছেন তারা। পাশাপাশি দেশব্যাপী আরও শিশুদের সহায়তা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।সম্প্রতি, উপকূলীয় মানুষ এবং মৎসজীবী সম্প্রদায়ের নিরাপত্তা বৃদ্ধি ও তাদের জীবনমান উন্নয়নে গ্রামীণফোন গভীর সমুদ্রে তাদের নেটওয়ার্কের সম্প্রসারিত করেছে। ফেরাটাম ও সৃজনীর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে অপারেটরটি এর ডিভাইস ফাইন্যান্সিং কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নারীদের ডিজিটাল যোগাযোগ সুবিধা দিচ্ছে।

ইয়াসির বলেন, সামাজিক ক্ষমতায়ন ত্বরান্বিত করতে, অনলাইন নিরাপত্তা প্রচারণায় এবং বাংলাদেশে সঠিকভাবে ব্যবসায়িক কার্যক্রম অনুশীলনে তারা সরকারসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে ধারাবাহিক কাজ চালিয়ে যাবেন।



আর্কাইভ

ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক দিকে অগ্রসর হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
নতুন আইজিপি বাহারুল ও ডিএমপি কমিশনার সাজ্জাত
পারমাণবিক আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া!
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ
ইলন মাস্কের রকেট উৎক্ষেপণ দেখতে হাজির ট্রাম্প
লেবাননে নিহত দুই শতাধিক শিশু: ইউনিসেফ
মার্তিনেজের ধাঁধানো গোলে জিতল আর্জেন্টিনা
পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিধি বাড়ালেন পুতিন
বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ সফল হয়নি: হাসনাত
যুক্তরাষ্ট্র-ফিলিপাইন সামরিক গোয়েন্দা তথ্য চুক্তি স্বাক্ষর