রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সাবলিড » স্লোগানে উত্তাল নয়াপল্টন, জড়ো হচ্ছেন বিপুল নেতাকর্মী
স্লোগানে উত্তাল নয়াপল্টন, জড়ো হচ্ছেন বিপুল নেতাকর্মী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতাল সমর্থনে রাজধানীর নয়াপল্টনে ধীরে ধীরে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বেলা সোয়া ১১টায় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে গোটা নয়াপল্টন এলাকা।ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন নয়াপল্টনে উপস্থিত হয়েছেন। তিনি নেতাকর্মীদের নিয়ে সামনের সারি থেকে স্লোগান তুলেছেন। সিটি নির্বাচনের ফল বর্জন করে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীতে হরতালের ডাক দেয় বিএনপি। এতে সমর্থন দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।
এরই ধারাবাহিকতায় রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকেই নয়াপল্টন অভিমুখে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ঢল নেমেছে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এদিকে বিএনপি আহুত হরতালকে কেন্দ্র করে যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নয়াপল্টনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের এলাকাগুলোতেও সকাল থেকেই কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরইমধ্যে সকালে প্রতীকী ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পুড়িয়ে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদ দাবি করেন, ‘রাজধানীতে স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে হরতাল। সরকার বিএনপির হরতালকে বিতর্কিত করার চেষ্টা করেছে। জনগণ বিএনপির দাবির প্রতি সমর্থন প্রকাশ করেছে।’ তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার গণতন্ত্রকে বহু আগেই কবর দিয়েছে। গতকাল দেশবাসী তাদের সর্বশেষ নমুনা দেখতে পেলো। যে সরকার দিনের ভোট রাতে করে আবার ইভিএমের মাধ্যমে নতুন পদ্ধতিতে ভোট চুরি তাদের কাছে দেশ নিরাপদ নয়।’
এদিকে হরকাল সফল করার লক্ষ্যে এরইমধ্যে নয়াপল্টনে এসে উপস্থিত হয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী,যুগ্ম- মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ অনেক নেতাকর্মী। নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন- ভোট ডাকাতির নির্বাচন মানি না মানবো না, প্রহসনের নির্বাচন মানি না মানবো না, ডিজিটাল কারচুপির নির্বাচন মানি না মানবো না, চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর, আপস না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ রাজপথ রাজপথ, মুক্তি মুক্তি মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই।