ঢাকা দক্ষিণে ভোট পড়েছে ২৯%, উত্তরে ২৫%
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট পড়েছে শতকরা ২৯.০০২ ভাগ। উত্তর সিটিতে ভোট পড়েছে শতকরা ২৫.৩ ভাগ।গতকাল শনিবার সকাল ৮টা থেকে শুরু হয় ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ভোটগ্রহণ এবং শেষ হয় বিকেল ৮টায়। দক্ষিণ সিটি নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী ফজলে তাপস নূর। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপির ইশরাক হোসেন। ঢাকা উত্তরে মেয়র পদে জয় পেয়েছেন আতিকুল ইসলাম। তার প্রধান প্রতদ্বন্দ্বী ছিলেন বিএনপির তাবিথ আওয়াল।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রাজধানীতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল হরতাল চলছে। আজ রবিবার সকাল ছ’টা থেকে শুরু হয়েছে হরতাল।