উত্তরের মেয়র আতিক, দক্ষিনে তাপস
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।শনিবার রাতে দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
এর আগে সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শুরুর পর সকাল ৮টায় ধানমণ্ডি কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন শেখ ফজলে নূর তাপস। অন্যদিকে সকাল ৯টায় গোপীবাগ আর কে মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ইশরাক হোসেন।
ডিএসসিসিতে মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩। ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ১৫০। সাধারণ ওয়ার্ড ৭৫ ও সংরক্ষিত ওয়ার্ড ২৫টি।
ভোটে জয়ী হলে মেয়র হিসেবে প্রথম সভায় তাবিথ আউয়ালকে ডাকব, তার সঙ্গে বসবো বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিশাল ব্যবধানে এগিয়ে থাকা মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেন, অনেকদিন পর এতো ক্লিন ভোট হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
শনিবার দিবাগত মধ্যরাতে হঠাৎ রিটার্নিং কর্মকর্তার ফলাফল পরিবেশন মঞ্চ পরিদর্শনে এসে এমন কথা বলেন আতিকুল ইসলাম।
ভোটার না আসার পেছনে কারণ যানবাহন চলাচল করেনি ও শৈত প্রবাহ ছিল বলে উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, তাবিথের নির্বাচনী ইশতেহারে যদি ভালো কিছু থাকে, সেটা আমরা গ্রহণ করবো। সেটা নিয়ে কাজ করবো। আমি বিশ্বাস করি তার ইশতেহারে ভালো কিছু আছে।
রিপোর্ট লেখা পর্যন্ত ১০৩১৮টি কেন্দ্রের মধ্যে ৭৩৯টিতে আতিক পেয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৩৪ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল ১ লাখ ৪৬ হাজার ৩৫৫ ভোট।
আর ১১৫০টি কেন্দ্রের মধ্যে ৯৭৯টিতে তাপস পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৩২ এবং বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ১ লাখ ৯৭ হাজার ৭৭৫ ভোট। অর্থাৎ আতিক ৮৮ হাজার ৮৮৯ এবং তাপস ১ লাখ ৬৭ হাজার ২৫৭ ভোটে এগিয়ে ছিলেন।