রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » নির্বাচন | প্রশাসন | শিরোনাম | সাবলিড » ইসির অভ্যন্তরেই কোনাে লেভেল প্লেয়িং ফিল্ড নেই- ইসি মাহবুব
ইসির অভ্যন্তরেই কোনাে লেভেল প্লেয়িং ফিল্ড নেই- ইসি মাহবুব
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচন কমিশনের অভ্যন্তরেই কোনাে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আমরা নির্বাচন কমিশনের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করতে চাই। আমাদের কর্মকান্ডে তা দৃশ্যমান হওয়া বাঞ্ছনীয়।আজ রবিবার প্রেস ব্রিফিংয়ে তিনি এ বক্তব্য দেন। এসময় তিনি আরও বলেন, ঢাকা সিটি নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনের যেভাবে দায়িত্ব পালন করা প্রয়ােজন, তা হচ্ছে না। নির্বাচনের সিডিউল ঘােষণার পর থেকে আজ পর্যন্ত যে ৩টি কমিশন সভা অনুষ্ঠিত হয়, তার কোনােটিতে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আচরণবিধি, অনিয়ম বা প্রার্থীদের অভিযােগ সম্পর্কে কোনাে আলােচনা হয়নি এবং কোনাে কমিশন সভায় এসব বিষয় এজেন্ডভূক্ত হয়নি।