ই-পাসপোর্ট হয়েছে কি-না, কিভাবে জানবেন?
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: ই-পাসপোর্টের বিতরণ কার্যক্রম আজ বুধবার শুরু হচ্ছে। আগারগাঁও, যাত্রাবাড়ী ও উত্তরা পাসপোর্ট অফিস থেকে প্রাথমিকভাবে ই-পাসপোর্ট বিতরণ করা হবে।ই-পাসপোর্টের আবেদন অধিদফতরের কার্যালয় বা ঘরে বসে করা যাবে। আবেদনের পর পাসপোর্ট অফিসে গিয়ে জাতীয় পরিচয়পত্র ও এনআইডিসহ প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে বায়োমেট্রিক তথ্য প্রদানের আনুষ্ঠানিকতা শেষ করতে হবে।
পাসপোর্ট আবেদন কি পর্যায়ে আছে তা জানতে প্রথমে ই-পাসপোর্টের ওয়েবসাইটে লগইন করতে হবে। এরপর ওয়েবসাইটে ঢুকে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস (check application status) ক্লিক করতে হবে।
এরপরের পেজটিতে গিয়ে পাসপোর্ট আবেদনের সময় পাওয়া স্লিপের অ্যাপ্লিকেশন আইডি অথবা অনলাইনে রেজিস্ট্রেশন করার আইডি নম্বরটি চাপতে হবে।