বিজিএমইএ ভবন ভাঙা শুরু
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিলে অবৈধভাবে গড়ে ওঠা বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু হয়েছে।বুধবার দুপুর সাড়ে ১২টায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ভবন ভাঙার কাজের উদ্বোধন করেন।এসময় তিনি বলেন, বিজিএমইএ ভবন হাতিরঝিল এর অবৈধভাবে গড়ে উঠেছিল। এই ভবনের ফলে হাতিরঝিলসহ ঢাকা শহরের সৌন্দর্য যেমন নষ্ট হয়েছে, তেমনি পানির অবাধ প্রবাহ বিঘ্নিত হয়েছে।
“আমরা আদালতের নির্দেশেই ভবন ভাঙার কাজে হাত দিয়েছি। আগামী ছয় মাসের মধ্যে এই ভবন সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হবে। বুয়েটের একটি বিশেষজ্ঞ দল এবং রাজউকের একটি দল পৃথকভাবে এবার কাজের তদারকি করবে।”