
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরাকে ফের সরকার বিরোধী বিক্ষোভ-সহিংসতা, পুলিশসহ নিহত ৬
ইরাকে ফের সরকার বিরোধী বিক্ষোভ-সহিংসতা, পুলিশসহ নিহত ৬
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদ ও বেশ কয়েকটি শহরে সরকার বিরোধী বিক্ষোভ ও সহিংসতায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৬০ জন।সোমবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে নতুন করে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলে এ হতাহতের ঘটনা ঘটে।বিক্ষোভে দেশটির তায়ারান চত্বরে পুলিশ কয়েক রাউন্ড তাজা গুলি নিক্ষেপ করলে আহত হয়ে তিন বিক্ষোভকারী নিহত হন। দুজনের শরীরে তাজা গুলি লেগেছে, আরেকজনের কাঁদানে গ্যাসের ক্যানিস্টার আঘাত লেগেছে।
আর শিয়াদের পবিত্র শহর কারবালায় পুলিশের গুলিতে আরেক বিক্ষোভকারী নিহত হয়েছেন। কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেডের জবাবে পুলিশের দিকে পেট্রোল বোমা ও পাথর নিক্ষেপ করেন সরকারবিরোধীরা।এছাড়া দেশটির তেলসমৃদ্ধ নগরী বসরায় বিক্ষোভের সময় একটি বেসরকারি গাড়ি চাপায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। চালক সরকারবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের স্থানটি এড়িয়ে যেতে চাইলে দুই পুলিশ গাড়ির নিচে চাপা পড়েন।