
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » অভিশংসন মামলায় ট্রাম্পের বেকসুর খালাস দাবি
অভিশংসন মামলায় ট্রাম্পের বেকসুর খালাস দাবি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: অভিশংসন মামলা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেকসুর খালাস দাবি করেছেন তার আইনজীবীরা। সোমবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তার আইনজীবীরা।সংবাদ সম্মেলনে ট্রাম্পের আইনজীবীরা বলেন, মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা অভিশংসনের অভিযোগ সংবিধানের একটি বিপজ্জনক বিকৃতি। এদিকে বিচার শুরু হওয়ার আগে ট্রাম্পের অভিশংসনের পক্ষে থাকা আইনজীবীরা দাবি করেছে, ট্রাম্প আগামী নির্বাচনে জালিয়াতির জন্য দুর্নীতির আশ্রয় নিয়েছে। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টায় সিনেট শুরু হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন শুনানি।