শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক » এক দশকে অর্থনৈতিক মন্দার রেকর্ড গড়েছে ২০১৯ সাল- জাতিসংঘ
এক দশকে অর্থনৈতিক মন্দার রেকর্ড গড়েছে ২০১৯ সাল- জাতিসংঘ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ জানিয়েছে, ২০১৯ সালে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি ছিল ২.৩ শতাংশ যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য নিয়ে ঝামেলা, বিভিন্ন দেশের বিনিয়োগে মন্দার কারণে এ অবস্থা তৈরি হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।তবে এ বছর বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি হার বেড়ে ২.৫ হতে পারে এবং ২০২১ সালে এ হার ধরা হয়েছে ২.৭ শতাংশ।
তবে হঠাৎ বাণিজ্যিক, অর্থিনৈতিক কিংবা ভূরাজনৈতিক অস্থিরতা বেড়ে গেলে এ অর্থনৈতিক মন্দা আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সে ক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ১.৮ শতাংশ।
এ মন্দা দারিদ্র্য দূরীকরণ, জীবনমান উন্নয়ন, পর্যাপ্ত পরিমাণে ভালো চাকরির সুযোগ তৈরিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। সূত্র: গ্লোবাল নিউজ কানাডা