শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » সৌদি-ইরান যুদ্ধ পাকিস্তানের জন্য বিপর্যয় নিয়ে আসবে: ইমরান খান
সৌদি-ইরান যুদ্ধ পাকিস্তানের জন্য বিপর্যয় নিয়ে আসবে: ইমরান খান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:সৌদি আরব ও ইরানের মধ্যে সামরিক সংঘাত পাকিস্তানের জন্য বিপর্যয়কর হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, কেবল এ কারণেই দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে চেষ্টা করে যাচ্ছে তার সরকার।জার্মানির সম্প্রচার মাধ্যম ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এমন দাবি করেছেন। গণমাধ্যমটি বৃহস্পতিবার তার এই সাক্ষাতকার প্রচার করেছে।-খবর ডনের
ডয়চে ভেলের প্রধান সম্পাদক ইনেস ফলের করা প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, এটা সত্যি যে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি। উদহারণ দিতে গিয়ে তিনি বলেন, পাকিস্তানের অন্যতম বন্ধু রাষ্ট্র হচ্ছে সৌদি আরব। তারা সবসময়ই সেই অবস্থানে রয়েছে। এরপর ধরেন ইরান। দেশটির সঙ্গে আমরা সবসময় ভালো সম্পর্ক রেখে চলছি।
এসব কারণেই দেশ দুটির মধ্যে কোনো সামরিক সংঘাত হলে তা পাকিস্তানের জন্য বিপর্যয় বয়ে আনবে বলে মন্তব্য করেন সাবেক এই ক্রিকেট কিংবদন্তি।
তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কের আরও যাতে অবনতি না ঘটে, তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এছাড়া আফগানিস্তানে শান্তি ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রতিবেশী এই দেশটি গত ৪০ বছর ধরে অনেক ভুক্তভোগী হয়েছে। আমরা প্রার্থনা করি যেন যুক্তরাষ্ট্র ও তালেবান একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে পারে।