হামলার ২৪ দিন পর ডাকসুতে ভিপি নুর
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার ২৪ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে (ডাকসু) নিজের কক্ষে প্রবেশে করেছেন ভিপি নুরুল হক নুর।বুধবার দুপুর ২টা ২০ মিনিটে তিনি ডাকসু ভিপির কক্ষের সামলে নিরাপত্তা কর্মীরা তার কক্ষের তালা খুলে দেন।
এ সময় ডাকসু ভিপির সঙ্গে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা মোহাম্মদ রাশেদ খান, মশিউর রহমান, বিন ইয়ামীন মোল্লা, সোহরাব হোসেনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ২২ ডিসেম্বর ডাকসু ভিপির কক্ষে বাতি নিভিয়ে হামলা চালানো হয়। এতে ডাকসু ভিপি নুর ও তার বেশ কয়েকজন সহযোগী গুরুতর আহত হন।
এদিন, নুরুল হক নুর একটি গণমাধ্যমকে বলেন, ২২ ডিসেম্বর ডাকসুতে হামলায় যারা নেতৃত্ব দিয়েছে তারা এখনও ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো অতিদ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।