
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ইউক্রেইনীয় কুর্স্কে পুতিনের জয় ঘোষণা
ইউক্রেইনীয় কুর্স্কে পুতিনের জয় ঘোষণা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সীমান্তে ইউক্রেইনীয় বাহিনীর দখলে থাকা কুরস্ক অঞ্চলে জয় ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখান থেকে ইউক্রেইনীয় সেনাদেরকে হটিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার সেনারা।
পুতিন শনিবার কুর্স্ক অঞ্চলে জয় ঘোষণার পর সেখানে থাকা রুশ কমান্ডারদেরকে ফোন করে অভিনন্দন জানান এবং তাদের বীরোচিত কাজের জন্য ধন্যবাদ দেন। রোববার ক্রেমলিনের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থাগুলো এখবর জানিয়েছে।
ইউক্রেইন যুদ্ধ বন্ধের চেষ্টায় যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে জোর কূটনৈতিক তৎপরতা চলছে রাশিয়ার। তার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট কুর্স্ক প্রসঙ্গে বলেছেন, রাশিয়ার মাটি থেকে ইউক্রেইনীয় সেনাদের তাড়িয়ে দেওয়ার ফলে আরও সামরিক সফলতা লাভের পথ খুলে গেছে।
রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ শনিবার এক বৈঠকে পুতিনকে কুর্স্ক পুনর্দখলের খবর জানান। তিনি বলেন, তার বাহিনী উত্তর কোরীয় সেনাদের কাঁধে কাঁধ মিলিয়ে ইউক্রেইনীয় সেনাদেরকে অঞ্চলটি থেকে হটিয়ে দিয়েছে।
ভ্যালেরির এই দাবি সত্য হয়ে থাকলে তা হবে রাশিয়ার মাটিতে ইউক্রেইনীয় সেনাদের ৮ মাসের অভিযানের সমাপ্তি। গত বছর ৬ অগাস্টে হঠাৎ করেই রাশিয়া সীমান্তের কুর্স্কে ঢুকে পড়ে অভিযান চালিয়ে বড় একটি এলাকা দখল করে নিয়েছিল ইউক্রেইনের সেনারা।
এরপর ভবিষ্যতে শান্তি চুক্তির জন্য দরকষাকষির হাতিয়ার হিসাবে ইউক্রেইনের সেনারা এই কুর্স্কের দখল ধরে রাখতে মরিয়া হয়ে লড়ে আসছিল।
রুশ সেনারাও শুরু থেকেই কুরস্ক ইউক্রেনীয় সেনাদের দখলমুক্ত করতে জোর তৎপরতা চালিয়ে এসেছে। এর আগেও কুরস্কে বেশ কিছু এলাকার দখল ফিরে পাওয়ার দাবি করেছিল তারা।
রুশ সেনাদের সঙ্গে কুর্স্ক পুনর্দখলের জন্য লড়ে আসছিল উত্তর কোরিয়ার সেনারাও। শনিবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ভিডিও কনফারেন্সের বৈঠকে রুশ কমান্ডার গেরাসিমভ বলেন, তারা কুর্স্কের শেষ গ্রাম গোর্নাল ইউক্রেইনীয় বাহিনীর দখলমুক্ত করেছেন।
আর এই সাফল্যে উত্তর কোরীয় সেনাদের বীরত্বের কথাও ফলাও করে বলেন তিনি। তকে ইউক্রেইন অবশ্য রাশিয়ার কুর্স্ক পুনর্দখলের এই দাবি অস্বীকার করেছে।
ইউক্রেইনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ স্যোশাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেছেন, তাদের সেনারা ওই অঞ্চলের কিছু এলাকায় এখনও তৎপর রয়েছে।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বলেছেন, ইউক্রেইনীয় বাহিনী এখনও কুর্স্ক এবং বেলগোরদে সক্রিয় রয়েছে।