
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান : চীনা পররাষ্ট্রমন্ত্রীর
ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান : চীনা পররাষ্ট্রমন্ত্রীর
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে সশস্ত্র হামলার পর ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, এই সংঘাতে তাদের কারও স্বার্থ নেই।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানি সমকক্ষ ইসহাক দারের সঙ্গে ফোনালাপে বলেন, চীন দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে, কারণ কোনো সংঘাত ভারত বা পাকিস্তানের মৌলিক স্বার্থে নয় এবং কোনোভাবেই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি করবে না।
শীর্ষ চীনা কূটনীতিক জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সকল দেশের একটি যৌথ দায়িত্ব। বেইজিং তার ভাষায়, এই বিষয়ে পাকিস্তানি পক্ষকে সমর্থন করে। তিনি আশা করেন, পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কমে আসবে।
গত ২২ এপ্রিল কাশ্মীরের জনপ্রিয় পর্যটন শহর পেহেলগামে সশস্ত্র ব্যক্তিদের গুলিতে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক নিহত হন। এতে আরও অনেকে আহত হয়।
হামলার পর ভারত ইসলামাবাদে দূতাবাসের কর্মীদের প্রায় অর্ধেক কমিয়ে দেয় এবং ভারতে পাকিস্তানি কূটনৈতিক মিশনের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করে। পাকিস্তানও সীমান্তে গুরুত্বপূর্ণ আত্তারি চেকপয়েন্ট বন্ধ করে দেয় এবং পাল্টা পদক্ষেপ ঘোষণা করে।