
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » রাশিয়ার সঙ্গে যুদ্ধে হেরে গেছে যুক্তরাষ্ট্র: টাকার কার্লসন
রাশিয়ার সঙ্গে যুদ্ধে হেরে গেছে যুক্তরাষ্ট্র: টাকার কার্লসন
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন বলেছেন, মার্কিন নীতিনির্ধারকরা এতটাই অহংকারী যে, তারা স্বীকার করতে পারছেন না, তারা ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধে হেরে গেছেন।
রাশিয়ান কর্মকর্তারা ইউক্রেন সংঘাতকে ন্যাটোর প্রক্সি যুদ্ধ হিসেবে দেখেন - এই ধারণার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ কিছু পশ্চিমা রাজনীতিবিদ খোলাখুলিভাবে একমত হয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) রেডিও হোস্ট অ্যালেক্স জোন্সের সঙ্গে এক সাক্ষাৎকারে কার্লসন অভিযোগ করেন, যারা (মস্কোর সঙ্গে) শত্রুতা বজায় রাখছে, তারা রাশিয়ার বিজয়কে উপেক্ষা করছে।
প্রাক্তন ফক্স নিউজ উপস্থাপক আরও বলেন, আমরা রাশিয়ার সাথে যুদ্ধে হেরে গেছি। আমেরিকা সেই যুদ্ধ চালাচ্ছিল - মার্কিন সেনাবাহিনী, পেন্টাগন, পররাষ্ট্র দপ্তর, সিআইএ - রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছিল।
কার্লসন উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘কেউ এটা জোরে বলবে না যে, আমরা আমাদের ক্ষমতাকে অতিরঞ্জিত করছি।’
তিনি যুক্তরাষ্ট্রকে একজন ‘৬০ বছর বয়সী তালাকপ্রাপ্ত পুরুষের’ সঙ্গে তুলনা করেছেন, যিনি একজন ২৫ বছর বয়সী নারীকে প্রলুব্ধ করার চেষ্টা করছেন - তিনি জানেন না যে তিনি কতটা ‘অযৌক্তিক’ ও ‘অপমানজনক’। কার্লসন বলেন, এটাকেই বলা হয় অহংকার এবং এভাবেই সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় এবং জনসংখ্যা বাষ্পীভূত হয়। হয়তো আমাদের প্রত্যাশাগুলো একটু পুনর্বিন্যাস করা উচিত।
জোন্স যুক্তি দিয়েছেন, কিয়েভের নিঃশর্ত সমর্থনের পক্ষে যারা আছে, তাদের অনেকেই ‘সামরিকভাবে অজ্ঞ’।