শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

BBC24 News
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » আমিরের বাড়িতে সালমান-শাহরুখ, তিন খান একসঙ্গে!
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » আমিরের বাড়িতে সালমান-শাহরুখ, তিন খান একসঙ্গে!
৪৭ বার পঠিত
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমিরের বাড়িতে সালমান-শাহরুখ, তিন খান একসঙ্গে!

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: তিন দশক ধরে বলিউডে রাজত্ব করছেন খানেরা। শাহরুখ, সালমান ও আমির প্রত্যেক খানের আকাশসমান জনপ্রিয়তা। প্রত্যেককে ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। এখনও বলিউডের তিন স্তম্ভ হিসেবেই ধরা হয় তাদের।

তবে তিন খানকে একসঙ্গে কখনো সিনেমার পর্দায় দেখা যায়নি। এই তিন মহারথীকে একসঙ্গে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান দর্শকরা। আর সেই আশা কবে পুরণ হবে তা হয়তো জানা নেই। তবে তিন খান একসঙ্গে বসলেই সেই আশা নতুন করে জাগে ভক্তদের মনে। যেমনটা সদ্যই এমন আশার আলো দেখা গেল আমির খানের বাড়িতেভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নতুন কাজের খবর না থাকলেও, তিনজনকে একসঙ্গে দেখা গেল আমিরের জন্মদিন উপলক্ষে। পাপারাজ্জিদের অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ঝড়ের গতিতে হলো ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, আমির খানের বাড়ির লিফট থেকে নামছেন দুই তারকা। একফ্রেমে সালমান ও আমির। ভাইজানকে দেখা গেল সাদা শার্টে, অন্যদিকে আমিরের গায়ে গ্রে রঙের টি-শার্ট।

বন্ধুকে গাড়িঅব্দি ছাড়তে আসেন আমির খান। এরপর দেখা যায় শাহরুখ খানকে। যদিও নিজেকে এবারও হুডি আর ছাতা দিয়ে আড়াল করে রেখেছিলেন কিং খান।

রাত পোহালেই আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) ৬০ বছরে পা রাখবেন আমির খান। তার আগেই দুই বন্ধুকে নিয়ে বাড়িতে আড্ডার কারণ কী? আপাতত তা নিয়েই জোর চর্চা বলিপাড়ার অন্দরে।

এর আগে ৩ জনকে একসঙ্গে দেখা গিয়েছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানে। সঙ্গীতে নাটু নাটুতে নাচও করেছিলেন তারা।

যেখানে আমিরকে বলতে শোনা গিয়েছিল, ‘৩ জনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই বলেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিনজন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল।’অভিনেতা সঙ্গে আরও জুড়েছিলেন, ‘তবে হ্যাঁ আমাদের তিনজনকে একসঙ্গে আনতে ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার।’

আমিরকে শেষ দেখা গেছে ‘লাল সিংহ চাড্ডা’ ছবিতে। বর্তমানে তিনি ‘সিতারে জমিন পার’ ছবি নিয়ে ব্যস্ত।

অন্যদিকে, ‘ডাঙ্কি’র পর শাহরুখ খানকে দেখা যাবে সুজয় ঘোষের ‘কিং’-এ। আর সালমান খান আসছেন এআর মুরুগাদোসের ‌‘সিকান্দার’ সিনেমা নিয়ে।



ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মারা গেছেন
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির জানাজার পর আসামিদের বাড়িতে আগুন
ভারতে এক বছরে আটক ২৫০০ বাংলাদেশি
মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে
আরও দুই মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল-গণজমায়েত নিষিদ্ধ
২য় শ্রেণির কর্মকর্তার মর্যাদা পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা:আপিল বিভাগ
ব্রিটে‌নে ভিসার নিয়‌মে আবারও পরিবর্তন
পাকিস্তানে ট্রেন হাইজ্যাক: জিম্মি উদ্ধারে ৩০ সেনা নিহত
রোহিঙ্গাদের নিয়ে গাম্বিয়া কাজ করছে, প্রধান উপদেষ্টাকে মামাদু তাঙ্গারা