৭ দপ্তরে নতুন সচিব নিয়োগ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: বাণিজ্য মন্ত্রণালয়সহ সাত দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে সাত দপ্তরে সচিব নিয়োগের তথ্য জানা গেছে।
সচিব পদে পদোন্নতি দিয়ে তাদের বিভিন্ন দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন উপসচিব জামিলা শবনম।
সচিব হিসেবে পদোন্নতি পেয়ে নিয়োগপ্রাপ্তরা হলেন- আলেয়া আক্তার (পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ), মো. কামাল উদ্দিন (সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়), মো. তাজুল ইসলাম (বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ- আইএমইডি), মো. মিজানুর রহমান (বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়), মোহাম্মদ আবদুর রউফ (সেতু বিভাগ), জাহেবা পারহীন (সমন্বয় ও সংস্কার- মন্ত্রিপরিধন বিভাগ), মাহবুবুর রহমান (বাণিজ্য মন্ত্রণালয়)।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।