শিরোনাম:
●   ভারতে মধ্যবিত্তদের বাজেটে আয়কর ছাড় ●   তরুণরা পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে: প্রধান উপদেষ্টা ●   অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক: মির্জা ফখরুল ●   বাংলাদেশে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সুরক্ষিত করার জরুরি আহ্বান ●   চড়া সুদের ঋণ পরিশোধে চাপ বাড়ছে ●   ভারতকে পাশ কাটিয়ে চীনের প্রতি ঝুঁকছে বাংলাদেশ! ●   মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে- ট্রাম্প প্রশাসন ●   আজ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু ২-৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত ●   আগামীকাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ●   ওয়াশিংটনের আকাশে বিমান এবং সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৬৭ জন
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

BBC24 News
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » অর্থনীতি | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতে মধ্যবিত্তদের বাজেটে আয়কর ছাড়
প্রথম পাতা » অর্থনীতি | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতে মধ্যবিত্তদের বাজেটে আয়কর ছাড়
৫৩ বার পঠিত
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে মধ্যবিত্তদের বাজেটে আয়কর ছাড়

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে:  ভারতে মধ্যবিত্তদের খুশি করার লক্ষ্যে এবং দিল্লি ও বিহারে ভোটের কথা মাথায় রেখে বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন।

৭৭ মিনিটের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত বেতনভোগী কর্মীদের জন্য বছরে ১২ লাখ ৭৫ হাজার পর্যন্ত আয়ের উপর কর লাগবে না।

এবার বাজেটে আয়কর কাঠামোর পরিবর্তন করা হয়েছে। চার লাখ টাকা পর্যন্ত কোনো কর লাগবে না। চার থেকে আট লাখ টাকা পর্যন্ত পাঁচ শতাংশ হারে কর দিতে হবে। আট থেকে ১২ শতাংশ হলে ১০ শতাংশ হারে, ১২ থেকে ১৬ লাখ আয়ের মানুষদের ১৫ শতাংশ, ১৬ থেকে ২০ হলে ২০ শতাংশ, ২০ থেকে ২৪ লাখ হলে ২৫ শতাংশ এবং তার বেশি হলে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে।

যাদের আয় বছরে ১২ লাখ, তাদের কর ধার্য হবে ৬০ হাজার টাকা। কিন্তু বিভিন্ন ছাড়ের সুয়োগ নিয়ে তারা ৬০ হাজার টাকা বাঁচাতে পারবেন। ফলে তাদের কর দিতে হবে না। আর স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫ হাজার টাকা। তাই সবমিলিয়ে ১২ লাখ ৭৫ হাজার পর্যন্ত বেতনভোগীদের কর শূন্য হয়ে যাবে।

আগামী সপ্তাহে আয়কর বিল আনা হবে। সেখানে আয়করের নিয়ম অনেক সরল করা হবে বলে নির্মলা জানিয়েছেন।

দিল্লি ও বিহারের জন্য সুখবর

দিল্লিতে আর চারদিন পরেই বিধানসভা নির্বাচন। আর দিল্লির ভোটারদের মধ্যে বিপুল সংখ্যক কেন্দ্রীয়, রাজ্য সরকারি এবং বেসরকারি সংস্থায় কর্মরত কর্মী আছেন। ফলে আরকর ছাড়ে তারা খুশি হবেন বলেই বিজেপি নেতারা জানিয়েছেন। ভোটের প্রচারে নেমে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, ১২ লাখ আয়ের মানুষদের যাতে কর দিতে না হয়, সেই ব্যবস্থা করতে হবে। বিজেপি নেতারা বলছেন, দিল্লিতে প্রধান বিরোধী নেতার দাবির থেকেও বেশি ছাড় দেয়া হয়েছে।

বিহারে বিধানসভা নির্বাচন হবে আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে। সেই বিহারের জন্য নির্মলা সীতারামন একাধিক সুখবর দিয়েছেন। তিনি বলেছেন, বিহারে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি’ তৈরি করা হরবে।

এছাড়া পাটনা বিমানবন্দর সম্প্রসারণ করা হবে। বিমানবন্দরের উন্নতির জন্য তিনি যথেষ্ট অর্থ বরাদ্দ করেছেন। এছাড়া চারটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর এবং একটি ব্রাউনফিল্ড বিমানবন্দর নির্মাণের কথাও বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাটনা আইআইটির পরিকাঠামোর উন্নতি করতে অর্থবরাদ্দ করেছেন চতিনি। এর ফলে আইআইটিতে পড়ুয়ার সংখ্য়া বাড়বে।

এবার বাজেট বক্তৃতাও তিনি দিয়েছেন বিহারের বিখ্যাত মধুবনী প্রিন্টের শাড়ি পরে।

মধ্যবিত্তদের সুবিধা কেন?

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ”ভারতের আর্থিক বিকাশে মধ্যবিত্তদের ভূমিকা বিশাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময়ই জাতিগঠনের কাজে মধ্যবিত্তদের ভূমিকাকে সম্মান জানান। তাদের অবদানের কথা স্মরণ করে আমরা কর কমাচ্ছি।”

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ”মধ্যবিত্তরা প্রধানমন্ত্রীর হৃদয়ে আছে। বাজেটে যে ব্যবস্থা নেয়া হয়েছে তাতে মধঘ্যবিত্তদের উপর চাপ কমবে।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এই বাজেটের ফলে বিনিয়োগ বাড়বে।

কংগ্রেস নেতা ও সাংসদ জয়রাম রমেশ বলেছেন, ভোটের দিকে লক্ষ্য রেখে বিহারকে কিছু দেয়া হলেও অন্ধ্র প্রদেশকে কিছুই দেয়া হয়নি।

প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায়চৌধুরী ডিডাব্লিউকে বলেছেন, ”আর্থিক বৃদ্ধির হার আশানুরূপ নয়, টাকার দাম কমেছে, মধ্যবিত্তর উপর চাপ বেড়েছে, এই পরিপ্রেক্ষিতটা মাথায় রাখতে হবে।”

সাংবাদিক শরদ গুপ্তা জানিয়েছেন, ”মধ্যবিত্তরা দীর্ঘদিন ধরে আয়কর কমানোর দাবি জানাচ্ছিলেন। এবার বাজেটে তাদের খুশি করা হলো। তার পিছনে দিল্লি ও বিধানসভা নির্বাচন একটা বড় ভূমিকা পালন করেছে।



ভারতে মধ্যবিত্তদের বাজেটে আয়কর ছাড়
অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক: মির্জা ফখরুল
বাংলাদেশে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সুরক্ষিত করার জরুরি আহ্বান
চড়া সুদের ঋণ পরিশোধে চাপ বাড়ছে
মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে- ট্রাম্প প্রশাসন
আজ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু ২-৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত
আগামীকাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন
ওয়াশিংটনের আকাশে বিমান এবং সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৬৭ জন
কোরআন পোড়ানো সেই সুইডেন যুবককে গুলি করে হত্যা
নারী ফুটবল ম্যাচে বাধা, নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার