শিরোনাম:
●   মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন দিল্লি বিশ্ববিদ্যালয় ●   বিশ্বের বায়ুদূষণের শীর্ষে আবারও ঢাকা, বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি ●   বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের মধ্যে ৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগ’ ছিল ●   টিউলিপকে নিয়ে চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে চ্যালেঞ্জের মুখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, খুন-ডাকাতি-ছিনতাই বাড়াচ্ছে উদ্বেগ ●   জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস : পুড়েছে ১২ হাজার অবকাঠামো, প্রাণহানি বেড়ে ২৪ ●   মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে তিন নেতার আমন্ত্রণ সঠিক নয়, বিএনপির দুঃখ প্রকাশ ●   বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র- ভারত বৈঠক ●   পাঁচ কূটনৈতিক কর্মকর্তাকে ঢাকা ফেরার নির্দেশ ●   বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের সর্বকালের সেরা: প্রধান উপদেষ্টা
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১

BBC24 News
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন দিল্লি বিশ্ববিদ্যালয়
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন দিল্লি বিশ্ববিদ্যালয়
৬০ বার পঠিত
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন দিল্লি বিশ্ববিদ্যালয়

---বিবিসি২৪নিউজ, অমিত ঘোষ দিল্লি থেকে : বিশ্ববিদ্যালয়ের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা দিল্লি হাইকোর্টে জানান, আরটিআই আইনের ধারা অনুসারে, তথ্য জানানোই এই আইনের উদ্দেশ্য। কিন্তু, কারও ব্যক্তিগত কৌতুহল নিবৃত্তি এই আইনের উদ্দেশ্য নয় বলে জানান সলিসিটর জেনারেল।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মোদির ডিগ্রি বিতর্কে আরটিআইয়ের প্রেক্ষিতে কেন্দ্রীয় তথ্য কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় ডিগ্রি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনার জন্য। আরটিআই কর্মীর আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষে পাস করা সব শিক্ষার্থীর তথ্য প্রকাশ করতে বলে কমিশন। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

হাইকোর্টের বিচারপতি সচিন দত্তের এজলাসে মেহতা জানান, একটি বিশ্বাসের জায়গা থেকে শিক্ষার্থীদের তথ্য বিশ্ববিদ্যালয়ের কাছে রাখা থাকে। আইনের মারপ্যাঁচে কোনও অপরিচিত ব্যক্তির কাছে তা প্রকাশ করা যায় না।

সলিসিটর জেনারেলের বক্তব্য, যে তথ্য চাওয়া হয়েছে তার সঙ্গে স্বচ্ছতা বা জবাবদিহির কোনও সম্পর্ক নেই। তথ্য প্রকাশ্যে আনার নির্দেশ দেওয়ার ফলে আরটিআই আইনের অপব্যবহার করা হচ্ছে বলেও মনে করছেন তিনি।

প্রসঙ্গত, মোদির ডিগ্রি বিতর্কে এই মামলা দীর্ঘদিন ধরেই চলছে দিল্লি হাইকোর্টে। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘লাইভ ল’-এর প্রতিবেদন অনুসারে, আরটিআই কর্মী নীরজ কুমার প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয়ের থেকে ১৯৭৮ সালের স্নাতক স্তরের সব শিক্ষার্থীর নাম, রোল নম্বর, প্রাপ্ত নম্বর জানতে চেয়েছিলেন। কে পাস করেছেন, কে ফেল করেছেন, তা-ও জানতে চান তিনি। তবে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, তৃতীয় পক্ষের তথ্য এ ভাবে দেওয়া যাবে না। তখন কেন্দ্রীয় তথ্য কমিশনের কাছে আবেদন জানান আরটিআই কর্মী। তার ভিত্তিতে ২০১৬ সালে কমিশন ওই তথ্য প্রকাশ্যে আনার নির্দেশ দেয়।

কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে ২০১৭ সালে আদালতের দ্বারস্থ হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই সময়ে বিশ্ববিদ্যালয়কে ১৯৭৮ সালের কলা বিভাগের স্নাতক স্তরে পাস করা শিক্ষার্থীদের নথিপত্র খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিল কমিশন। ঘটনাচক্রে ওই বছরেই স্নাতক পাস করেন মোদিও। ২০১৭ সালের ২৪ জানুয়ারি মামলার প্রথম শুনানিতেই কমিশনের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করে আদালত।

সোমবার বিশ্ববিদ্যালয়ের পক্ষে মেহতা আদালতে জানান, আইন অনুসারে অনুমতি পেলে, কেউ নিজের ডিগ্রি বা মার্কশিট সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের থেকে চাইতেই পারেন। কিন্তু কোনও তৃতীয় পক্ষের কাছে এ জাতীয় তথ্য প্রকাশ্যের অনুমোদন দেয় না আরটিআই আইন। সে ক্ষেত্রে কমিশনের নির্দেশটি আইনের পরিপন্থি বলেই মত সলিসিটর জেনারেলের।

তিনি বলেন, “ওই আরটিআই কর্মী ১৯৭৮ সালের (পাস করা) সকলের তথ্য চেয়েছেন। এরপর কেউ এসে ১৯৭৯ সালের তথ্য চাইতে পারেন। তারপরে কেউ এসে ১৯৬৪ সালের তথ্যও চাইতে পারেন।”



আর্কাইভ

বিশ্বের বায়ুদূষণের শীর্ষে আবারও ঢাকা, বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
এইচএমপি ভাইরাস নিয়ে বাংলাদেশে সতর্কতা, বিমানবন্দরে ৭ নির্দেশনা
বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের মধ্যে ৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগ’ ছিল
টিউলিপকে নিয়ে চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী
বাংলাদেশে চ্যালেঞ্জের মুখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, খুন-ডাকাতি-ছিনতাই বাড়াচ্ছে উদ্বেগ
জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস : পুড়েছে ১২ হাজার অবকাঠামো, প্রাণহানি বেড়ে ২৪
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে তিন নেতার আমন্ত্রণ সঠিক নয়, বিএনপির দুঃখ প্রকাশ
বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র- ভারত বৈঠক
পাঁচ কূটনৈতিক কর্মকর্তাকে ঢাকা ফেরার নির্দেশ
সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে: ভারতের হাইকমিশনার