রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » নেতানিয়াহুকে গ্রেফতারে পোল্যান্ডকে আহ্বান জাতিসংঘের
নেতানিয়াহুকে গ্রেফতারে পোল্যান্ডকে আহ্বান জাতিসংঘের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের জন্য পোল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ।
ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, পোল্যান্ডকে দ্বিচারিতা এড়াতে হবে এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি দেশটিতে সফর করেন তাহলে তাকে গ্রেফতার করে সর্বজনীন ন্যায়বিচারের নীতিমালা সমুন্নত রাখতে হবে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানাভুক্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আটক না করায় মঙ্গোলিয়ার প্রতি নিন্দা জানায় পোল্যান্ড। এর প্রেক্ষিতেই এমন কথা বললেন আলবানিজ।
আলবানিজ লিখেছেন, আইসিসি সদস্যরা আইসিসি পরোয়ানা জারি হওয়া ব্যক্তিদের গ্রেফতার করতে বাধ্য। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার না করায় মঙ্গোলিয়াকে নিন্দা করা পোল্যান্ডের উচিত নেতানিয়াহুকে গ্রেফতার করা। আইনের নির্বাচনি প্রয়োগ আন্তর্জাতিক ন্যায়বিচার এবং বহুপাক্ষিকতার সার্বজনীনতাকে ক্ষুন্ন করে।
গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে আকস্মিক হামলা চালায় হামাস। এর প্রতিবাদে সেদিন থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী, যা আজও অব্যাহত আছে। ইসরাইলের এই হামলায় নিহত হয়েছেন ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর আহতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।
২০২৪ সালের নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গাজায় গণহত্যার জন্য ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে।