শিরোনাম:
●   বিশ্বে বায়ুদূষণের শীর্ষে ঢাকা ●   কমলার পরিবর্তে বাইডেন অংশ নিলে জিতে যেতেন :ডেমোক্র্যাটদের ধারণা! ●   দ. কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর ১৭৯ জনই নিহত ●   বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধে ক্ষতির শিকার রেকর্ডসংখ্যক শিশু ●   কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর ●   পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, পাকিস্তানের ১৯ সেনা নিহত ●   কেউ জমি দখলে ব্যস্ত,কেউ চাঁদাবাজিতে ব্যস্ত, কেউ ব্যস্ত পদ-পদবি দখলে: অ্যাটর্নি জেনারেল ●   যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে গৃহহীন মানুষের রেকর্ড বৃদ্ধি ●   ভারত-চীন-যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো : পররাষ্ট্র উপদেষ্টা ●   ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না: দ্য ইকোনমিক টাইমস
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

BBC24 News
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » যারা ক্ষমতায় আসতে চাচ্ছে, তাদের অনেকেই চাঁদাবাজি করছেন : উপদেষ্টা
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » যারা ক্ষমতায় আসতে চাচ্ছে, তাদের অনেকেই চাঁদাবাজি করছেন : উপদেষ্টা
৪৮ বার পঠিত
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যারা ক্ষমতায় আসতে চাচ্ছে, তাদের অনেকেই চাঁদাবাজি করছেন : উপদেষ্টা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আগামীতে যারা ক্ষমতায় যাবেন, তাদের অনেকেই নির্বাচনের জন্য চাঁদাবাজি করছেন। একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সময়ে সময়ে দু-একজনকে বহিষ্কার করতে দেখা যাচ্ছে।’

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় সংলাপে বক্তব্যে তিনি বলেন, ‘ওই দলের নেতাকর্মীরা চাঁদাবাজি করতে গিয়ে দাবি করছেন, গত ১৫ বছরে তারা ক্ষমতায় ছিলেন না, আর নির্বাচনে অংশ নিতে তাদের টাকার প্রয়োজন।’

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছে।

কিছুটা সংস্কার না করেই যদি নির্বাচনে যাই, তবে তা ছাত্র-জনতার সঙ্গে অন্যায় করা হবে।’
তিনি বলেন, ‘আন্দোলনে আহতদের মধ্যে প্রায় দুই হাজারের বেশি মানুষ এখনো হাসপাতালে ভর্তি আছে। তাদের মধ্যে ৩৭ জনের অবস্থা গুরুতর। পৃথিবীর ইতিহাসে এমন অভ্যুত্থান হয়েছে কি না আমার জানা নেই।


২০০৭ সালের সংস্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘তখন আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলাম, কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক সরকার এসে সেগুলো বাস্তবায়ন করেনি। এখন সংস্কার না করলে তা আর কখনো হবে না। এ জন্য ন্যূনতম সময় দিতে হবে এবং সবাইকে ধৈর্য ধরতে হবে। আমরা একটি কঠিন পরিস্থিতিতে রয়েছি।

নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হলেই যে সমস্যার সমাধান হবে, তা নয়।’
তিনি দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, ‘এরপর আর তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে না। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর জন্য আইন করা প্রয়োজন।’

নির্বাচনী প্রক্রিয়ায় পরিবর্তনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে হবে। একজন প্রার্থীকে নির্বাচনের আগে দলের ন্যূনতম সদস্য হতে হবে এবং অন্তত তিন বছর দলের পর্যবেক্ষণে থাকতে হবে।

তিনি আরো বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে তাদের আর্থিক প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনতে হবে। নির্বাচন আইনেও বড় ধরনের সংস্কার দরকার।’

তরুণ প্রজন্মের রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, ‘তরুণরা রাজনীতি করার অধিকার রাখেন। তাদের মাধ্যমে নতুন রাজনৈতিক দল গঠন হলে তা ইতিবাচক হবে। আমাদের বড় রাজনৈতিক দলগুলোর উচিত তরুণদের রাজনীতিতে আগ্রহী করা।’

সাখাওয়াত হোসেন আরো বলেন, ‘আমাদের দেশের বড় সমস্যাগুলোর মধ্যে এক্সটার্নাল চ্যালেঞ্জ অন্যতম। নতুন সরকার এ চ্যালেঞ্জ মোকাবেলা করবে, তবে তা সহজ হবে না। আমরা দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে চাই।’



আর্কাইভ

বিশ্বে বায়ুদূষণের শীর্ষে ঢাকা
দ. কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর ১৭৯ জনই নিহত
বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধে ক্ষতির শিকার রেকর্ডসংখ্যক শিশু
কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, পাকিস্তানের ১৯ সেনা নিহত
কেউ জমি দখলে ব্যস্ত,কেউ চাঁদাবাজিতে ব্যস্ত, কেউ ব্যস্ত পদ-পদবি দখলে: অ্যাটর্নি জেনারেল
যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে গৃহহীন মানুষের রেকর্ড বৃদ্ধি
যারা ক্ষমতায় আসতে চাচ্ছে, তাদের অনেকেই চাঁদাবাজি করছেন : উপদেষ্টা
৪ লাখ ৩০ হাজার মাইল গতিতে সূর্যের কাছে গিয়ে ইতিহাস গড়ল নাসার মহাকাশযান
সাংবাদিকসহ সকল অস্থায়ী পাস বাতিল