শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

BBC24 News
রবিবার, ২০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » পেন্টাগন থেকে ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথি ফাঁস
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » পেন্টাগন থেকে ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথি ফাঁস
৩৬১ বার পঠিত
রবিবার, ২০ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পেন্টাগন থেকে ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথি ফাঁস

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে ১ অক্টোবর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথি সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে অস্বস্তি সৃষ্টি হয়েছে। রোববার (২০ অক্টোবর) একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, নথি দুটি ইরানপন্থী টেলিগ্রাম অ্যাকাউন্ট ‘মিডল ইস্ট স্পেক্টেটর’ প্রকাশ করে। ওই একাউন্টে দাবি করা হয়, এই নথিগুলো পেন্টাগনের এক সোর্স থেকে নেওয়া হয়েছে। তবে পেন্টাগন এবং মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালকের অফিস নথি ফাঁসের বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

মাকিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষ বিষয়টির সঙ্গে পরিচিত তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে সন্দেহ করছে। আর নথি ফাঁসের বিষয়টি নিয়ে তদন্ত করছে মার্কিন প্রশাসন।

এদিকে নথি ফাঁসের ঘটনায় মার্কিন এক কর্মকর্তার বলেছেন, ‘এটা গভীরভাবে উদ্বেগজনক। আর এটা অত্যন্ত উদ্বেগজনক হলেও ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনায় প্রভাবিত করবে না।’ এর আগে একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওস নিউজ সাইটকে বলেছিলেন, প্রতিরক্ষা সংস্থা নথি ফাঁসের ঘটনায় খুব গুরুত্ব সহকারে নিয়েছে।

সামাজিক মাধ্যমে দেখা যায়, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স ন্যাশনাল জিওস্পেশিয়াল-ইনটেলিজেন্স এজেন্সির (এনজিএ) একটি ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স রিপোর্ট দেখানো হয়। এছাড়াও এয়ার-লঞ্চড ব্যালিস্টিক মিসাইল (এএলবিএমএস), এয়ার-টু-সার্ফেস ব্যালিস্টিক মিসাইল, ফাইটার জেট, ইউএভিএসব্যবহার করে আইএএফ অনুশীলনের তথ্যে উল্লেখ করা ছিল।

ইসরায়েলের সাঁজোয়া সামরিক বাহিনী। ছবি: সংগৃহীত

নথিগুলোর তথ্যে আর দেখা যায়, আইএএফ গত ৮ অক্টোবর থেকে কমপক্ষে ১৮টি গোল্ডেন হরাইজন এএলবিএম এবং ৪০টি আইএসও২ (রক) এএলবিএম পরিচালনা করেছে৷

গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানায় তেহরান। এরপর থেকে ওই হামলার জন্য ইরানকে পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়ে আসছেন ইসরায়েলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গত সপ্তাহে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ইরানে ইসরায়েলের হামলা হবে ‘মারাত্মক, সুনির্দিষ্ট এবং চমকে দেওয়ার মতো।



আর্কাইভ

ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক দিকে অগ্রসর হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
নতুন আইজিপি বাহারুল ও ডিএমপি কমিশনার সাজ্জাত
পারমাণবিক আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া!
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ
ইলন মাস্কের রকেট উৎক্ষেপণ দেখতে হাজির ট্রাম্প
লেবাননে নিহত দুই শতাধিক শিশু: ইউনিসেফ
মার্তিনেজের ধাঁধানো গোলে জিতল আর্জেন্টিনা
পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিধি বাড়ালেন পুতিন
বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ সফল হয়নি: হাসনাত
যুক্তরাষ্ট্র-ফিলিপাইন সামরিক গোয়েন্দা তথ্য চুক্তি স্বাক্ষর