রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর ইস্কাটন এলাকা থেকে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র্যাব-২ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারের পর ফরহাদ হোসেনকে রাজধানীর আদাবর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার অভিযোগে আদাবর থানায় দায়ের হওয়া মামলায় ফরহাদ হোসেন আসামি।
এছাড়া ঢাকা ও মেহেরপুরে হওয়া কয়েকটি হত্যা মামলার আসামি সাবেক এ মন্ত্রী। মেহেরপুরে জামায়াত নেতা তারিক মো. সাইফুল ইসলাম হত্যার ১০ বছর পর ফরহাদ হোসেন, তৎকালীন এসপি নাহিদুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে গত ৯ সেপ্টেম্বর আদালতে মামলা হয়েছে।
একাদশ সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা ফরহাদ হোসেন দ্বাদশ সংসদে আওয়ামী লীগের মন্ত্রিসভায় একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান। তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মেহেরপুর-১ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ইংরেজি সাহিত্যের শিক্ষক ফরহাদ হোসেন ২০১৫ সালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হন। বাবা ছহিউদ্দিন বিশ্বাস মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং তৎকালীন কুষ্টিয়া–৫ (বর্তমান মেহেরপুর–১) আসনের সংসদ সদস্য ছিলেন। ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম শিলা জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ভাতিজি।