মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইসরায়েল গুজব ছড়াচ্ছে, জাতিসংঘ মহাসচিব
ইসরায়েল গুজব ছড়াচ্ছে, জাতিসংঘ মহাসচিব
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অভিযোগ করেছেন, ইসরায়েল তাঁর বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। স্থানীয় সময় গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আন্তোনিও গুতেরেস বলেন, ‘এক জায়গা (ইসরায়েল) থেকে বারবার বলতে শুনেছি, আমি নাকি কখনোই হামাসের (গাজার শাসকগোষ্ঠী) নিন্দা করিনি। আমি নাকি হামাসের সমর্থক।’
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমি ১০২ বার হামাসের নিন্দা জানিয়েছি। এর মধ্যে ৫১ বার ছিল আনুষ্ঠানিক বক্তব্য। অন্যগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে। যা–ই হোক, শেষ পর্যন্ত সত্য জয়ী হয়।’
তবে গুতেরেসের এমন বক্তব্যের সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরডান। তিনি বলেন, কাজের তুলনায় গুতেরেসের কথা অন্তঃসারশূন্য।
কিছু বিষয় নিয়ে জাতিসংঘের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে অনেক দিন ধরেই নানা টানাপোড়েন চলছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরুর পর তা তলানিতে ঠেকেছে।
ইসরায়েলের অভিযোগ, জাতিসংঘ সব সময় তাদের বিরুদ্ধাচারণ করে। জাতিসংঘের কর্মীরা হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর হয়ে কাজ করছেন বলেও অভিযোগ করে ইসরায়েল।
ইসরায়েলের তোলা বেশ কিছু অভিযোগ নিয়ে তদন্ত করছে জাতিসংঘ। কিন্ত জাতিসংঘের বিরুদ্ধে নানা অভিযোগ করলেও এসব বিষয়ে ইসরায়েল কোনো প্রমাণ এখনো দিতে পারেনি।