শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত
পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: ভারত একটি নতুন প্রজন্মের পরমাণু-সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি প্রাইম’-এর সফল পরীক্ষা চালিয়েছে। বুধবার পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার উপকূলে এই পরিক্ষা চালানো হয়ে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী।
সেনাবাহিনীর বরাতে ভারতীয় সংবাদমাধ্যগুলো বলছে, ক্ষেপণাস্ত্রটির ১ হাজার থেকে ২ হাজার কিলোমিটার দূরের লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং অগ্নি সিরিজের সবচেয়ে ছোট আকারের ক্ষেপণাস্ত্র এটি।
দেশটির স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (এসএফসি) যৌথভাবে পরীক্ষাটি পরিচালনা করে, যা ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এর কর্মীদের নিয়ে গঠিত।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সফল পরীক্ষার জন্য সংস্থাগুলোকে অভিনন্দন জানিয়ে বলেছেন, অগ্নি প্রাইম সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘চমৎকার শক্তিশালী অস্ত্র’।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বল হয়, ‘এ পরীক্ষাটি সফল হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি তার নির্ভরযোগ্য কার্যকারিতাসহ সমস্ত ট্রায়াল উদ্দেশ্য পূরণ করেছে।’
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অগ্নি প্রাইম একটি মাঝারি-পাল্লার সারফেস-টু-সার্ফেস ( মাটি থেকে মাটিতে) মিসাইল এবং এটি অগ্নি সিরিজের সর্বশেষ সংযোজন। নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রটি বেশ কিছু উন্নত সেন্সর, নেভিগেশন এবং গাইডেন্স সিস্টেম রয়েছে এবং এটি অগ্নি সিরিজের সবচেয়ে হালকা এবং ছোট।
এরআগের অগ্নি সিরিজের আরও ৪টি ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলোর রেঞ্জ ৭০০ থেকে ৩ হাজার ৫০০ কিলোমিটার এবং ইতিমধ্যেই দেশটির বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে।
সম্প্রতি চীন ও পাকিস্তানের সাথে বিতর্কিত সীমান্তে উত্তেজনা চলছে ভারতের। এরমধ্যে একটি সারফেস-টু-সার্ফেস স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে সম্ভাব্য হুমকির প্রতি ভারতের প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে।