বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » প্রশান্ত মহাসাগরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র
প্রশান্ত মহাসাগরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: এবার প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।গণমাধ্যমটি জানিয়েছে, গত ১৭ মার্চ গুয়াম দ্বীপে অ্যান্ডারসেন এয়ার ফোর্স বেস থেকে উড়ে আসা একটি বি-৫২ বোমারু বিমান ‘একটি সম্পূর্ণ প্রোটোটাইপ অপারেশনাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
চীন ও রাশিয়ার সাথে তাল মিলিয়ে চলার লক্ষ্যেই এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের।
বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন এখনও অস্ত্রের ক্ষেত্রটিতে প্রতিযোগিতা করে এর মাধ্যমে চীনকে সেই বার্তা দিলো যুক্তরাষ্ট্র। যদিও এর আগে, মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছিল যে হাইপারসনিকের উন্নয়নে চীন ও রাশিয়া এগিয়েছে।
উল্লেখ্য, চীন ২০১৪ সাল থেকে হাইপারসনিক গ্লাইড যানের পরীক্ষা করছে যা পারমাণবিক এবং প্রচলিত উভয় ওয়ারহেড বহন করতে পারে। রাশিয়া চলতি বছরের শুরুতে ইউক্রেনে জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।