‘এদেশে সিনিয়র শিল্পীরা অবহেলিত’
বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক বিভিন্ন দেশে সিনিয়র শিল্পীদের দেবতার আসনে রাখা হয়। কিন্তু এদেশে সিনিয়র শিল্পীরা সব থেকে অবহেলিত। কোনো জায়গায় গেলেও বসার জায়গাও পাওয়া যায় না। নিজেকে খুঁজে নিতে হয়। কোনো ধরনের সম্মান পাওয়া যায় না। আমিসহ অনেক শিল্পীকেই এমন অবস্থার মুখোমুখি হতে হয়। এ কারণে কমিয়ে দিয়েছি অনুষ্ঠানে যাওয়া। যেখানে সম্মান নেই সেখানে কেন যাবো? এভাবেই অভিমানের সুরে কথাগুলো বলছিলেন আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা নূতন। তিনি মনে করেন এদেশের সিনেমায় সিনিয়রদের ব্যবহারও করা হচ্ছে না সঠিকভাবে। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতেও সিনিয়রদের কেন্দ্র করে সিনেমা হচ্ছে।
নূতন বলেন, ২০১৭ সালের পর থেকে আর সিনেমায় কাজ করিনি।
কারণ উপযুক্ত চরিত্র পাইনি। আর ছোট চরিত্রে আসলে অভিনয় করতে চাই না। অনেকেই সিনেমার কথা বলে, কিন্তু যেসব চরিত্রে বলা হয় আগ্রহ পাই না। সিনিয়রদের ভেবে সিনেমার চরিত্র লেখা হয় না। এটা খুবই দুঃখজনক বিষয়। এ কারণে সিনিয়রদের কোথাও দেখাও যায় না। অথচ ভালো কাজ পেলে সেটা করার জন্য আমি অন্তত তৈরি। এ বিষয়ে গতবারের শিল্পী সমিতির কথা টেনে নূতন বলেন, জায়েদ খান যখন সমিতির নেতৃত্বে ছিল, তখন আশা করেছিলাম ভালো কিছু হবে। সিনিয়রদের নিয়ে ভাবা হবে। সিনেমার অবস্থা চাঙ্গা হবে। শিল্পীদের জন্য কিছু করা হবে। কিন্তু যখন শুধু সমিতির দরকার পড়েছে তখনই কেবল ডেকেছে আমাদের। হয়তো মাঝে মাঝে শিল্পীদের সহায়তা করা হয়েছে। কিন্তু আমার মতো শিল্পীরা তো এ সহায়তার জন্য বসে নেই। শিল্পীদের কল্যাণে দীর্ঘমেয়াদি কোনো উগ্যোগ নেয়া হয়নি। তবে এখনকার শিল্পী সমিতি ভালো কাজের চেষ্টা করছে। অবসর সময় কীভাবে কাটে এমন প্রশ্নে নূতন বলেন, পরিবারের সঙ্গেই বেশির ভাগ সময় কাটে। সিনেমা দেখি, গান শুনি। চলচ্চিত্রের হাতেগোনা মানুষদের সঙ্গে যোগাযোগ হয় কেবল।