বুধবার, ১১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইসরায়েলকে অস্ত্র দেওয়ায় বাইডেনকে ধন্যবাদ জানিয়ে বিলবোর্ড
ইসরায়েলকে অস্ত্র দেওয়ায় বাইডেনকে ধন্যবাদ জানিয়ে বিলবোর্ড
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়ে তৈরি করা ব্যানার টাঙানো হয়েছে ইসরায়েলের রাস্তার পাশের বিলবোর্ডে।
এ রকম একটি ছবি আজ বুধবার এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। পাশাপাশি ওই পোস্টে লিখেছেন, ‘ধন্যবাদ জনাব প্রেসিডেন্ট।’
গত শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে দেশটির প্রতি সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। হামাসের হামলার পাল্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকা অবরুদ্ধ করে সেখানে অবিরাম বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের হামাসবিরোধী এই হামলায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রের প্রথম চালান গতকাল সন্ধ্যায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে পৌঁছেছে।
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, যুক্তরাষ্ট্রের পাঠানো আধুনিক প্রযুক্তির গোলাবারুদ নেভাটিম বিমানঘাঁটিতে পৌঁছেছে। এতে তাদের হামলা জোরদারের সক্ষমতা বাড়ল।