বুধবার, ১১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » হামাসের রকেট হামলার সতর্কবার্তা শুনে দৌড়ালেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
হামাসের রকেট হামলার সতর্কবার্তা শুনে দৌড়ালেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি দক্ষিণ ইসরায়েলের ওফাকিম শহর পরিদর্শনে যাওয়ার সময় হামাসের আসন্ন রকেট হামলার সতর্কবার্তা শুনে দৌড় দেন।
এক্স-এ (পূর্ব নাম টুইটার) পোস্ট করা একটি ভিডিওতে সাইরেন বাজতে শোনা যায়। ওই ভিডিওতে অন্যান্য আতঙ্কিত মানুষদের সঙ্গে জেমস ক্লেভারলিকেও দৌড়ে বোমা নিরোধক আশ্রয় কেন্দ্রে যেতে দেখা যায়।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বুধবার ইসরায়েলে পৌঁছান।
তিনি হামাসের হামলায় বেঁচে যাওয়া ব্যক্তি এবং ইসরায়েলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করছেন।
ইউরোপের অন্যান্য দেশের পাশাপাশি ব্রিটেনও ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছে এবং গত সপ্তাহে হামাসের হামলার নিন্দা জানিয়েছে।