শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মোদি-বাইডেন বৈঠকের কি কি এজেন্ডায় থাকছে
মোদি-বাইডেন বৈঠকের কি কি এজেন্ডায় থাকছে
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মোদির বাসভবনে অনুষ্ঠেয় বৈঠকে বেশ কিছু ইস্যুতে অর্থপূর্ণ অগ্রগতি হতে পারে। এগুলোর মধ্যে রয়েছে উড়োজাহাজ চুক্তি, শিকার ড্রোন ক্রয়, ৫জি ও ৬জি স্পেক্ট্রাম, গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তিতে সহযোগিতা এবং বেসামরিক পারমাণবিক খাতে অগ্রগতি। শুক্রবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভ্যান এসব তথ্য জানিয়েছেন।
ভারতের সঙ্গে আরব বিশ্বের রেল-সংযোগের বড় মতো বড় উদ্যোগের পরিকল্পনা যুক্তরাষ্ট্র করছে কিনা তা নিশ্চিত করেননি জ্যাক সালিভ্যান। তবে তিনি বলেছেন, এটি হলো এমন একটি উদ্যোগ, যাতে অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করছে। তিনি বলেন, আমরা মনে করি ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত কানেক্টিভিটি হলো অনেক গুরুত্বপূর্ণ। এতে অনেক অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে, থাকবে সংশ্লিষ্ট দেশগুলোর জন্য কৌশলগত সুবিধাও। তবে আজ রাতে এই বিষয়ে সম্ভাব্য কোনও ঘোষণার বিষয়ে নিশ্চিত করতে পারছি না।
জি-২০ সদস্যদের যৌথ বিবৃতির বিষয়ে কোনও পূর্বাভাস দিতে চান না বলে উল্লেখ করেছেন তিনি। তার কথা, যুক্তরাষ্ট্র এমন বিবৃতির জন্য নিজেদের দায়িত্ব পালন করতে প্রস্তুত রয়েছে।
যৌথ বিবৃতির ক্ষেত্রে ইউক্রেন যুদ্ধ ইস্যু ছাড়াও জলবায়ু নিয়েও মতভেদ দেখা দিতে পারে বলে মনে করেন জ্যাক সালিভ্যান। তার মতে, তেল উৎপাদনকারী দেশগুলো বিবৃতিতে নির্দিষ্ট ভাষার ব্যবহার চাইবে। যেখানে অন্যরা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী অবস্থান নিতে পারে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, আজ সন্ধ্যায় নিজের বাসভবনে তিনটি দ্বিপক্ষীয় বৈঠকের অপেক্ষায় রয়েছি। আমি মৌরিতাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগনাউথ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবো।
তিনি আরও লিখেছেন, এই বৈঠকগুলো এসব দেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা এবং উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার সুযোগ দেবে।