বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র স্বার্থ ক্ষুণ্ন হলে সরকার হটানোর চেষ্টা করে: জন বোলটন
যুক্তরাষ্ট্র স্বার্থ ক্ষুণ্ন হলে সরকার হটানোর চেষ্টা করে: জন বোলটন
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক: নিজস্ব স্বার্থের বড় ধরনের ক্ষতি হলে বিদেশে সরকার উত্খাতের চেষ্টা করে যুক্তরাষ্ট্র। গত সোমবার তুরস্কের সরকারি টেলিভিশন টিআরটি ওয়ার্ল্ডের ইনারভিউ প্রগ্রামে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোলটন।
জন বোলটন গত বছর সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, বিদেশে অভ্যুত্থান পরিকল্পনায় তিনি সহযোগিতা করেছেন। এবারের সাক্ষাৎকারে তিনি অভ্যুত্থান বা সরকার বদলের পরিকল্পনাগুলোর নেপথ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও অন্য দেশের প্রভাব কমানোই উদ্দেশ্য বলে জানান।
জন বোলটনগত প্রায় ৪০ বছর নিক্সন প্রশাসন থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বোলটন। প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেন জন বোলটনকে। কিন্তু মতপার্থক্যের কারণে এক বছর পর তাঁকে বরখাস্তও করেন। সে সময় ট্রাম্প বলেছিলেন, বোলটন বিভিন্ন দেশে যুদ্ধ বাধাতে ও বোমা ফেলতে চান।
হোয়াইট হাউসের দিনগুলো নিয়ে জন বোলটনের লেখা ‘দ্য রুম হয়ার ইট হ্যাপেন্ড: আ হোয়াইট হাউস মেমোয়ার’ (যে কক্ষে এটি ঘটেছে : হোয়াইট হাউস স্মৃতিকথা) নামের বই প্রকাশিত হয়েছে ২০২০ সালের জুনে। বইটি প্রকাশের আগে এর প্রকাশককে চিঠি দিয়ে হোয়াইট হাউস সতর্ক করে বলেছিল, বইয়ে রাষ্ট্রীয় গোপনীয় তথ্য আছে। প্রকাশিত বইয়ে বোলটন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ব্যাপারে ট্রাম্প প্রশাসনের বিভ্রান্তিকর ও অস্থির নীতির সমালোচনা করেন। বইটিতে তিনি দাবি করেছেন, ভেনিজুয়েলা আক্রমণ করা ‘আইনসম্মত’ হবে এবং দক্ষিণ আমেরিকার ওই দেশটি ‘যুক্তরাষ্ট্রের অংশ’—এমন কথাও বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ এপ্রিল জাতীয় সংসদে বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র চাইলে যেকোনো দেশের ক্ষমতা উল্টাতেপাল্টাতে পারে।’ ফলে জন বোলটনের সোমবারের বক্তব্যটি প্রাসঙ্গিকতা পেয়েছে।
টিআরটি ওয়ার্ল্ডের ইনারভিউ প্রগ্রামে প্রচারিত সাক্ষাৎকারে বোলটনের কাছে সাংবাদিকের প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্রের কাজ কি বিদেশে সরকারের পতন ঘটানো?
জবাবে জন বোলটন বলেন, এটি নির্ভর করে যখন যুক্তরাষ্ট্রের স্বার্থের ওপর গুরুতর প্রভাব পড়ে। ভেনিজুয়েলার ক্ষেত্রে মাদুরোর শাসনকে সমর্থন করেছিল কিউবানরা। আর আগে রাশিয়াও সমর্থন দিয়েছিল।
চীনাদের সম্পৃক্ততা ছিল উল্লেখযোগ্য।
বোলটন বলেন, ‘আমাদের পশ্চিম গোলার্ধে মনরো মতবাদ এই বিদেশি প্রভাবগুলোকে দূরে রাখতে চায়। আর এ ক্ষেত্রে নীতি হলো ভেনিজুয়েলা, নিকারাগুয়া বা কিউবার জনগণকে তাদের দেশ নিজেদেরই চালানোর সুযোগ করে দেওয়া।’
বোলটনকে পরের প্রশ্নটি ছিল, ‘আপনি তাহলে ভেনিজুয়েলা, কিউবা, ইয়েমেন, সিরিয়া বা লিবিয়ায় অভিযান চালানো এবং সরকার উত্খাতের আহ্বান জানিয়েছিলেন?’
জবাবে বোলটন বলেন, ‘না। বিষয়টি হলো ইরানে পরমাণু অস্ত্র পাওয়া থেকে আয়াতুল্লাহকে থামাতে হবে।’
এ পর্যায়ে টিআরটি ওয়ার্ল্ডের সাংবাদিক বলেন, ‘কিন্তু আপনি কি সরকার বদলাতেও চেয়েছিলেন।’ জবাবে বোলটন বলেন, ‘ভালো কথা। আমার মনে হয়, ইরানের জনগণ তাদের সরকার বদলাতে চেয়েছে। এ কারণে মাশা আমিনি হত্যাকাণ্ডের পর সেখানে টানা বিক্ষোভ হয়েছিল।’
পাল্টা প্রশ্ন ছিল, ‘যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে শুরু করে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের কোনো পর্যায়েই কি আপনি বিদেশে অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত ছিলেন?’
জবাবে বোলটন বলেন, তিনি অনেক সরকারি দায়িত্ব পালন করেছেন। সিএনএনের জ্যাক ট্যাপারের শোতে তিনি যে বক্তব্য দিয়েছিলেন তাতে তিনি এখনো অবিচল আছেন। তিনি বলেন, ‘রাষ্ট্রের গোপনীয় তথ্য যাতে প্রকাশিত না হয় সে জন্য ভেনিজুয়েলায় ভূমিকা নিয়ে আমার বইয়ের পাণ্ডুলিপি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল।’
তাঁর কাছে জানতে চাওয়া হয়, অভ্যুত্থান প্রচেষ্টাগুলোর কোনো একটিও কি সফল হয়েছিল?
জবাবে বোলটন বলেন, ‘যুক্তরাষ্ট্রের বড় খেলা আছে। আমি জানি, আপনি কী নিয়ে প্রশ্ন করছেন। কিন্তু আমি এ বিষয়ে আর কিছুই বলছি না।’
টিআরটি ওয়ার্ল্ড কিউবা, ভেনিজুয়েলা, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া, ইরান ও উত্তর কোরিয়ার নাম উল্লেখ করে জানতে চায়, যুক্তরাষ্ট্র কি এই সরকারগুলোকে ক্ষমতাচ্যুত করতে চায়। বোলটন বলেন, উত্তর কোরিয়ার শুধু দক্ষিণ কোরিয়ার সরকারের অধীন একীভূত হওয়া প্রয়োজন।
পরের প্রশ্ন ছিল, ‘আপনি কি আপনার মনোভাব বদলেছেন? নাকি এখনো মনে করেন, ওই সরকারগুলোর পরিবর্তন হওয়া দরকার?’
জবাবে বোলটন বলেন, লিবিয়ায় এখন সরকার নেই। এটিই এখন সমস্যার অংশ। ইরাকে ক্ষমতার পালাবদলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সফল হয়েছিল। কিন্তু এরপর সেখানে ইরান মিলিশিয়া গোষ্ঠী সৃষ্টি করে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কেড়ে নিতে চেয়েছে। ইরানই ইরাককে ব্যর্থ রাষ্ট্র বানিয়েছে।