বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইয়েভগিনির নিহতের খবরে যা বললেন বাইডেন
ইয়েভগিনির নিহতের খবরে যা বললেন বাইডেন
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
এই উড়োজাহাজ বিধ্বস্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত থাকতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। নেভাদায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দিয়েছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন।
উড়োজাহাজটিতে ১০ জনই ছিলেন। রাশিয়া যে ১০ জন নিহতের তালিকা দিয়েছে তাতে ইয়েভগিনি প্রিগোজিনের নাম রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এই রুশ ভাড়াটেকে (প্রিগোশিন) লক্ষ্যবস্তু করা হয়ে থাকলে, তিনি অবাক হবেন না।
সিএনএনের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আপনার মনে থাকার কথা, আমার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল।
’ জুলাইতে বাইডেন বলেছিলেন, ব্যর্থ অভ্যুত্থানের পর প্রিগোশিনের নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়া উচিত।
বাইডেন বলেন, ‘আমি বলেছিলাম, আমি যা ঘটিয়েছি সে বিষয়ে সতর্ক থাকতাম। আমি জানি না বাস্তবে কী ঘটেছে, তবে আমি অবাক হইনি। ’
জুলাইতে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে এক সংবাদ সম্মেলনে প্রিগোশিনকে নিয়ে কৌতুক করে বাইডেন বলেছিলেন, ‘আমি হলে কী খাচ্ছি সতর্ক থাকতাম, আমার খাবারের তালিকায় নজর রাখতাম।
বাইডেন আরও বলেন, ‘রাশিয়ায় পুতিনের হাত ছাড়া তেমন বেশি কিছু ঘটে না।