বুধবার, ৯ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আমাজন রক্ষায় আট দেশের জোট
আমাজন রক্ষায় আট দেশের জোট
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বৃহত্তম বনভূমি আমাজনকে ধ্বংশের হাত থেকে রক্ষায় আটটি দেশ জোট গঠনে সম্মত হয়েছে।
দেশগুলির প্রতিনিধিরা ব্রাজিলের শহর বেলেমে এই বিষয়ে দুই দিনের শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছে। ১৪ বছরের মধ্যে এটা এই ধরনের প্রথম সম্মেলন।
মঙ্গলবার একটি যৌথ ঘোষণায় বন উজাড়ের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি জোট তৈরি করেছে।
শীর্ষ সম্মেলনের আগে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধ করতে একটি সাধারণ লক্ষ্য নেয়ার আহ্বান জানানন। একটি নীতি তার নিজের সরকার ইতিমধ্যেই গ্রহণ করেছে।
বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট অ্যামাজনের প্রায় ৬০ শতাংশ ব্রাজিলে অবস্থিত। সমাবেশে প্রতিনিধিত্বকারী অন্য দেশগুলো হল বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু, সুরিনাম এবং ভেনিজুয়েলা।
মঙ্গলবার উদ্বোধনী বক্তৃতায়, লুলা ‘জলবায়ু সংকটের গুরুতর অবনতি’ সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, আমাদের যুগের চ্যালেঞ্জগুলো এবং সেগুলো থেকে উদ্ভূত সুযোগগুলো আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার দাবি রাখে।
‘এটা কখনই এত জরুরি ছিল না,’ তিনি বলেন।
লুলা প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার পর থেকে ব্রাজিলে বন উজাড় নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে, যিনি সংরক্ষণের চেয়ে উন্নয়নের পক্ষে ছিলেন। কিন্তু প্রতি বছর হাজার হাজার বর্গ কিলোমিটার হারিয়ে যাচ্ছে।
বেলেম ঘোষণা নামে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, নতুন জোটের লক্ষ্য হবে আমাজনের ‘পয়েন্ট অব নো রিটার্নে’ যাওয়া রোধ করা।
এতে পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্য, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক জলবায়ু সম্মেলনে সাধারণ আলোচনার অবস্থানের মতো বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত রয়েছে।