শনিবার, ৫ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আইন-আদালত | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড, গ্রেপ্তার পর-ই কোট লোকপট জেলে প্রেরন
ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড, গ্রেপ্তার পর-ই কোট লোকপট জেলে প্রেরন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: তোশাখানা মামলায় দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করার পরপরই গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে । শনিবার (৫ আগস্ট) লাহোরের জামান পার্কের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
পিটিআইয়ের পাঞ্জাব চ্যাপ্টার এক টুইট বার্তায় জানিয়েছে, ইমরান খানকে কোট লখপাট জেলে নিয়ে যাওয়া হচ্ছে।
ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পাঞ্জাব এক এক্স (সাবেক টুইটার) বার্তায় তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, ‘ইমরান খানকে কোট লোকপট জেলে নিয়ে যাওয়া হচ্ছে।’
এর আগে দণ্ড ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ইমরানকে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত। এছাড়া তাকে এক কোটি রুপি জরিমানাও করা হয়।
রাষ্ট্রীয় কোষাগার তোশাখানার মালামাল অবৈধভাবে আত্মসাৎ ও তথ্য গোপন করার অভিযোগে ইমরানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দেশটির নির্বাচন কমিশন। এরপর গত ১০ মে তাকে অভিযুক্ত করা হয়।