বুধবার, ১৯ জুলাই ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আমরা আর ইউক্রেনে যুদ্ধ করব না- প্রিগোজিন
আমরা আর ইউক্রেনে যুদ্ধ করব না- প্রিগোজিন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গত ২৩ জুন রুশ সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ভাড়াটে যোদ্ধাবাহিনী ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। যোদ্ধাদের নিয়ে নিয়ে মস্কোর দিকে এগোচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় পুতিনের সঙ্গে চুক্তি করেন তিনি।
ফলে তার ঘোষিত বিদ্রোহ সেখানেই শেষ হয়।
এরপর আর তার দেখা মেলেনি। তার অদৃশ্য থাকার মধ্যে অনেক গুঞ্জনের ডালপালা মেলেছে। কোনো বিশ্লেষক বলেছেন, তাকে হত্যা করা হয়েছে। কেউ আবার বলেছেন তাকে বন্দী করা হয়েছে।
কিন্তু সকল গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রকাশ্যে এসেছেন ইয়েভজেনি প্রিগোজিন।
বুধবার তার নিজের টেলিগ্রাম চ্যানেলের একটি ভিডিওতে প্রিগোজিনকে বেলারুশে নিজের যোদ্ধাবাহিনীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। ওই যোদ্ধাদের উদ্দেশ্য করে প্রিগোজিন বলেন, ‘আমরা আর ইউক্রেনে যুদ্ধ করব না। ’ তিনি বলেন, বেলারুশরা আমাদেরকে শুধু হিরো হিসেবে স্বাগত জানায়নি।
তারা নিজেদের ভাইয়ের মতো মনে করেছে।
তবে বেলারুশে তাদের সফর সাময়িক উল্লেখ করে প্রিগোজিন যোদ্ধাদের অন্য কোথাও সফরের জন্য প্রস্তুত থাকার কথা বলেন। প্রিগোজিন বলেন, আমাদেরকে আফ্রিকায় নতুন যাত্রার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে আবারও ইউক্রেনে যুদ্ধের ফ্রন্টলাইনে ফিরতে হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।