
রবিবার, ১৬ জুলাই ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
যুক্তরাষ্ট্রে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার ভোরে ভূমিকম্পটি অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
এর কেন্দ্রস্থল ছিল ৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে।
যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা–বিষয়ক সংস্থা সুনামি সতর্কতা জারি করেছে। ভূমিকম্পের এলাকার কাছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোর জন্যও এ সতর্কতা দেওয়া হয়েছে।